প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১০ পিএম
অপেক্ষার ক্ষণ গুনতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেট উন্মাদনায় ভাসছে গুটা ভারত। টিকিট কাটা হয়ে গেছে সমর্থকদের, এখন চলছে মাঠে বসে ম্যাচ দেখা নিয়ে পরিকল্পনা। বিশ্বকাপের মঞ্চে মাঠে প্রিয় দল; অথচ সমর্থকদের গায়ে থাকবে প্রিয় দলের জার্সি তেমনটি আবার হয় নাকি। সমর্থকদের এই আবেগ বুঝে ভারতীয় দলের স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাস। তাই বিশ্বকাপ সামনে রেখে বেশ আগেভাগেই রোহিতদের জার্সি উন্মোচন করেছে ক্রীড়াসামগ্রী প্রস্ততকারক প্রতিষ্ঠানটি।
দুই তারকা খচিত জার্সিটিতে বরাবররেই মতোই তৈরি করা হয়েছে নীল রঙে। যা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে অ্যাডিডাস। যেখানে ব্যবহার করা হয়েছে ভারতীয় গায়ক রাফতারের গান ‘তিন কা ড্রিম’ অর্থাৎ তৃতীয় বিশ্বকাপ জিততে চায় তারা।
নীল রঙের এই বিশ্বকাপ জার্সিতে দুটি তারকা ছাড়াও কাঁধে তিনটি স্ট্রাইপ ব্যবহার করা হয়েছে যার মধ্যে একটি তেরঙা। এছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের লোগো থাকছে।
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর। চেন্নাইতে রোহিতদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।