× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সার সেরা সময় কাটাচ্ছেন জাভি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৭ পিএম

বার্সায় কোচিং ক্যারিয়ারের সেরা সময় দেখছেন স্প্যানিয়ার্ড— টুইটার

বার্সায় কোচিং ক্যারিয়ারের সেরা সময় দেখছেন স্প্যানিয়ার্ড— টুইটার

বন্ধুত্বপূর্ণ ম্যাচে জুলাইয়ে আর্সেনালের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। এরপর এক-দুই করে টানা নয়টি ম্যাচে অপরাজিত জাভি হার্নান্দেজের শিষ্যরা। সবশেষ দুই ম্যাচে কাতালানের ক্লাবটি ছিল অপ্রতিরোধ্য। প্রতিপক্ষের জালে পাঁচটি করে গোল ঠুকে আছে ভয়ংকর রূপে। বার্সা কোচেরও এমন মত। জাভি মনে করেন বার্সা তাদের সেরা সময় কাটাচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগে আগের দুই আসরে গ্রুপ থেকে ছিটকে গিয়েছিল বার্সেলোনা। এবার অবশ্য অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে জাভির শিষ্যরা। সুযোগ পেয়ে আক্রমণাত্মক ফুটবলের সবটা দেখিয়েও দিয়েছে। প্রথমবার ইউরোপের শীর্ষ লিগে খেলতে আসা এন্টওয়ার্পকে নাস্তানাবুদ করেছে। জাভির কাছে গাভি-ফেলিক্সদের খেলাকে সেরাদের সেরাই মানছেন।

সবশেষ দুটি ম্যাচের কথা টেনে বার্সা কোচ বলেছেন, ‘আমি মনে করি শেষ দুটি ম্যাচে আমরা যেভাবে খেলেছি, তাতে আমি দায়িত্ব নেয়ার পর এটাই বার্সার সেরা সময়। এভাবেই এখন আমাদের এগিয়ে যেতে হবে।’

অলিম্পিক লুইজ স্টেডিয়ামে মঙ্গলবার প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ায় যারপরনাই খুশি জাভি, ‘আমরা যেভাবে খেলেছি এবং ফলাফলে সত্যিই অনেক খুশি হয়েছি। ম্যাচের শুরুতে আমরা চেপে ধরতে না পারলেও ২০ মিনিট পর থেকে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছি। বল দখল থেকে শুরু করে আক্রমণেও ছেলেরা দারুণ খেলেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা