প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪০ পিএম
চলতি বছরের মার্চের পর ‘বিশ্রামের’ আড়ালে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর নিউজিল্যান্ড সিরিজে ফের দলে ফিরেছেন তিনি। অন্যদিকে আফগানিস্তান সিরিজে অবসরকাণ্ডের পর ফের জাতীয় দলে ফিরেছেন তামিম ইকবাল। দুজনের কারও ওপর বাড়তি কোনো প্রত্যাশার চাপ রাখেন না নিউজিল্যান্ড সিরিজের অধিনায়ক লিটন দাস।
বুধবার (২০ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে লিটন জানান তাদের ওপর কোনো চাপ দিতে চান না। তার চাওয়া রিয়াদ-তামিম নিজেদের মতো করে খেলা উপভোগ করুক, ‘অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা গেমটা এনজয় করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই এনজয় করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।’
দুই সিনিয়র ক্রিকেটারের ফেরা দলের জন্য অনেক বেশি উপকার হবে বলেও মনে করেন লিটন, ‘দুজন সিনিয়র খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে হেল্প হয়।’
সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথায় লিটন বলেন, ‘আমরা যখন মাঠে নামব, তখন ফার্স্ট জিনিস হলো জেতার জন্য মাঠে নামব। এটা হচ্ছে বড় একটা অ্যাচিভমেন্ট। আপনি দেশের হয়ে ম্যাচ জিতবেন, এটাই সবচেয়ে বড় জিনিস। আর অবভিয়াসলি যেসব প্লেয়ার আছে এখানে ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন চলতেছে। তো দেখা যাক কী হয়।’