অ্যাডাম গিলক্রিস্ট
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৫ পিএম
আমার মনে হয় ভারত ও পাকিস্তান শেষ চারে থাকবে। অন্য দুটি দল হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তা ছাড়া অস্ট্রেলিয়া দল যখন ভারতে পা রাখবে তখন দক্ষিণ আফ্রিকায় করা ভুলগুলো শুধরানোর চেষ্টা করবে। বিশ্বকাপের আগে তারা ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ পেয়েছে। তাই তারা সেখানে তাদের পূর্ণশক্তির স্কোয়াড খেলাতে চাইবে। তখন আমরা ভালোভাবে বলতে পারব তাদের অবস্থান ঠিক কোথায়।
অ্যাডাম জাম্পা দক্ষিণ আফ্রিকায় তার প্রাপ্তির কাছাকাছি পর্যায়ে ছিল। তবে ভারতে ভিন্ন উইকেটে ভিন্ন পরিস্থিতিতে মোকাবিলা করতে হবে তাকে। অবশ্য সে একজন বিশ্বমানের স্পিন বোলার। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে সে যোগ্যতার প্রমাণ দিয়েই এখন ৫০ ওভারের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তাই সব দিক বিবেচনায় অস্ট্রেলিয়া একটি বিজ্ঞ দল।
বোলারদের সব অভিজ্ঞতা বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে ব্যবহার করতে হবে এবং ভয় ছাড়াই খেলতে হবে। ওয়ার্নার দক্ষিণ আফ্রিকায় যা করেছে বেশিরভাগ সময়ই তাকে ভালো দেখিয়েছে। তাকে শুরুতে ব্যাট করতে হয়েছে। যদিও তাকে নিয়ে কিছু আলোচনা হয়েছে যে, তাকে মিডল অর্ডারে ব্যাট করানো যায় কি না।
তবে আমার মনে হয় তাকে দিয়েই ওপেন করতে হবে। সে দক্ষিণ আফ্রিকায় কয়েকবার দেখিয়েছে সে আক্রমণাত্মক এবং শুরুতে সে আগের মতোই প্রভাবশালী। সে দলে অনেক অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস নিয়ে এসেছে। কাজেই আমার মনে হয়, অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়েই ব্যাট করা উচিত তার। এখানে যদি সে ভালো খেলে তাহলে বিরোধীরা আমাদের ভয় পাবে।
* অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের লেখা