প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৯ পিএম
শাহিনের বিয়েতে উপস্থিত ছিলেন বাবর আজম— টুইটার
ড্রেসিংরুমে বিতণ্ডায় জড়িয়েছেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি— কদিন ধরে চলা এমন খবরে রাশ টেনেছেন খোদ আফ্রিদি। পাকিস্তানের তারকা পেসার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছেড়ে লিখেছেন, ‘পরিবার’। সেখানে দেখা যাচ্ছে, বাবর এবং তিনি মুখোমুখি বসে আছেন। সামনে একটা দাবার বোর্ড। সব ঝামেলা যেন তাতেই পরিস্কার।
এশিয়া কাপে দলের ব্যর্থতার পর চাউর হয়েছিল, ভারতের বিপক্ষে হারের পর ম্যাচের পরে ড্রেসিংরুমে অধিনায়ক বাবর এবং শাহিনের মধ্যে ঝামেলা লেগেছিল। দু’জনেই নাকি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তা নিয়ে বিতর্কও বাড়ঝিল। মঙ্গলবার সেই বিতর্কে ইতি টানার চেষ্টা করলেন আফ্রিদি।
শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে এদিন করাচিতে বিয়ে হয়েছে শাহিনের। যেখানে অতিথি হিসেবে অনেকের সঙ্গে ছিলেন বাবরও। পাকিস্তানের দুই ক্রিকেটারকে আলিঙ্গনবদ্ধ হতে দেখা যায়। তার আগে শাহিন শাহ ছবি পোস্ট করে জানিয়ে দেন, সমস্যা নাই সব ঠিক আছে তাদের।