প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১২:১২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪২ পিএম
আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। তার আগে অবশ্য হায়দরাবাদে পৌঁছে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাবর আজমের দল।
আরও পড়ুন : ফেলিক্সময় রাতে বার্সার গোলবন্যা
তবে এখানেও দলটির নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আর এ কারণেই আগামী ২৯ সেপ্টেম্বর পাকিস্তান-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচে দর্শক উপস্থিতির অনুমতি দিচ্ছে না হায়দরাবাদ পুলিশ।
এর আগেও পাকিস্তানের নিরাপত্তা শঙ্কায় এক দফা পরিবর্তন করতে হয়েছে বিশ্বকাপের সূচি। বদলে ফেলতে হয়েছে ৯টি ম্যাচের দিনক্ষণ। এরপরও দলটিকে নিয়ে নিরাপত্তা শঙ্কা যেন কমছেই না। মূলত পাকিস্তান-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচের আগের দিন হায়দরাবাদে দুটি প্রধান ধর্মীয় উৎসব রয়েছে।
গণেশ বিসর্জন ও ঈদে মিলাদুন্নবী ঘিরে শহরে ব্যাপক জনসমাবেশ আশা করছে হায়দরাবাদ পুলিশ। ফলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরদিন দলটিকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না তারা।
বিষয়টি নিয়ে বিসিসিআই জানিয়েছে, ‘মিছিলগুলো গভীর রাত পর্যন্ত চলবে। কাজেই স্থানীয় পুলিশ তাদের যথেষ্ট নিরাপত্তা দিতে সক্ষম হবে না। তাই স্টেডিয়ামে দর্শক অনুমতি পাবে না। তবে ট্রানজিটের সময় উভয় দল সম্পূর্ণ নিরাপত্তা পাবে।’
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পর জটিলতায় পড়েছেন ম্যাচটির টিকিট সংগ্রহ করা দর্শকরা। তবে এ ব্যাপারে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে তারা।