প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৯ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৬ পিএম
এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ইরানের ক্লাব পারসেপোলিসকে ২-০ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাবটি। তেহরানের আজাদি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল আল নাসর। ম্যাচের ১০ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সাদিও মানে। এরপর রোনালদোর জোরালো হেড ফিরিয়ে দেন পারসেপোলিস গোলরক্ষক।
রোনালদো উন্মাদনায় অবশ্য আগে থেকেই মেতে ছিল ইরান। পর্তুগিজ মহাতারকা ইরানে পা রাখার পর বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত দেখেছেন সমর্থকদের উচ্ছ্বাস। পারসেপোলিসের বিপক্ষে অবশ্য গোল পাননি সিআরসেভেন। গত মৌসুমের প্রতিযোগিতায় অংশ নেয়নি ইরানের ক্লাবটি। মাঠটিতেও ছিল দর্শক নিষেধাজ্ঞা।
কম শক্তির দলটির বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫২ মিনিটে বাজে ফাউলের শিকার হন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি‘অরজয়ীর পায়ে পাড়া দেওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিলাদ সরলাক। ১০ জনের দলে পরিণত হয় পারসেপোলিস।
৬২ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন দানিয়াল ইসমাইলিফার। লিড পায় আল নাসর। ১০ মিনিট পর আবদুর রহমান ঘারিবের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ পায়ে দুরূহ কোণ থেকে নেওয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ কাসেম।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন, এ নিয়ে ১০০০ পেশাদার ম্যাচে (ড্র ও জয় মিলিয়ে) অপরাজিত রইলেন রোনালদো। নিজ দলের হয়ে ৭৭৬ জয়ের পাশাপাশি ড্র করেছেন ২২৪ ম্যাচ।