প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৫ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৬ পিএম
ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে। গত ৫ সেপ্টেম্বর ছিল দল দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি আইসিসিকে পাঠিয়ে দিয়েছে দল।
আরও পড়ুন : ফেলিক্সময় রাতে বার্সার গোলবন্যা
তবে এখনও গণমাধ্যমের কাছে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেনি। আগামী ২৫ সেপ্টেম্বর দল ঘোষণা করতে চায় বিসিবি।
৫ সেপ্টেম্বর শেষ দিন হলেও আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কোনো কারণ ছাড়াই দলে পরিবর্তন আনার সুযোগ পাবে অংশগ্রহণকারী দেশগুলো। সেই সুযোগ নিতে চায় বিসিবি।
ফলে নিউজিল্যান্ড সিরিজ দেখে চূড়ান্ত করতে চায় স্কোয়াড। তাই এখনও বিসিবি প্রকাশ করেনি বিশ্বকাপ স্কোয়াড।
গতকাল বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান মিরপুরে গণমাধ্যমকে জানান, আগামী ২৫ সেপ্টেম্বর দল ঘোষণা করতে চায়। তবে সেদিন কোনো কারণে সম্ভব না হলে ২৬ সেপ্টেম্বর দেওয়া হবে বিশ্বকাপ দল।
দল ঘোষণার পর বাংলাদেশে কোনো অনুশীলন সেশন করবে না সাকিব আল হাসান-তাসকিন আহমেদরা। সরাসরি ভারতে গিয়ে অনুশীলন করবে। বিশ্বকাপ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
বিশ্বকাপের মূল আসর শুরুর আগে গুয়াহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। সেখান থেকেই শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন।