চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪০ এএম
ট্রেবল জয়ের পর পেপ গার্দিওলা অকপটে বলেছিলেন, ‘ম্যানচেস্টার সিটির আরেকটি ট্রেবল জেতা কঠিনই নয়, অসম্ভবও!’
আরও পড়ুন : ভয় দেখানোর দাবি হারমাসোর
রেড স্টারের বিপক্ষে আরেকটি চ্যাম্পিয়নস লিগ মিশন শুরুর আগে সিটিজেনদের বস জানিয়েছেন, ইউরোপের সেরা ক্লাব হওয়া এবার ততটা কঠিন হবে না।
সিটিজেনদের হয়ে কয়েকবারের চেষ্টার পর গতবার আরাধ্য ট্রফি উঁচিয়ে ধরতে পেরেছিলেন গার্দিওলা। এবার নতুন মৌসুমের শুরুতে আত্মবিশ্বাসের কথাই বলেছেন স্প্যানিয়ার্ড কোচ।
বলেন, ‘শিরোপা ধরে রাখা সহজ। সবচেয়ে বেশি কঠিন প্রথমবার জেতা। প্রথমবার জেতা আমাদের জন্য অবিশ্বাস্য ছিল। কিন্তু আমরা কেবল একটি শিরোপা জিতেছি।’
বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০১৬ সালে সিটির দায়িত্ব নেন গার্দিওলা। এরপর ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতলেও শুধু ইউরোপসেরার মুকুট পরা বাকি ছিল। ইন্টার মিলানকে হারিয়ে সেটিও পূর্ণ করেন, ইংলিশ ক্লাবটিকে জেতান ট্রেবল শিরোপাও।