প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৭ পিএম
দীর্ঘ সাত বছর পর উঠেছে ইরান ভ্রমনে নিষেধাজ্ঞা। এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব পার্সেপোলিসে বিপক্ষে ম্যাচ খেলতে সৌদি আরবের ক্লাব আল নাসর পা রেখেছে দেশটিতে। সফরে আল নাসরের তারকা ফুটবলার রোনালদোও আছেন। যাকে নিয়েই তেহরানে চলছে ব্যাপক উন্মাদনা।
এমনিতে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোল স্কোরার রোনালদোর খ্যাতি বিশ্বজুড়েই। কট্টরপন্থি মুসলিম দেশ ইরানেও যে বেশ জনপ্রিয়তা সিআর সেভেনের, সেটা তিনি উপলব্দি করেছেন দেশটিতে পা দিয়েই। বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয়েছে দেশটির বিখ্যাত পারস্য গালিচা উপহার দিয়ে। এসময় তাকে দেখতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন তেহরানের হাজারো ভক্ত। নিতে চেয়েছেন প্রিয় তারকার সঙ্গে সেলফি।
সেটা অবশ্য বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের কারণে হয়ে উঠেনি তার ভক্তদের। তবে হাল ছাড়েনি তারা। আল নাসরের বাস যেখানেই গিয়েছে সেখানেই ঘিরে ধরেছে রোনালদো ভক্তরা। টিম বাস হোটেলে পৌঁছানোর পর পরিস্থিতি এতোটাই জটিল হয়েছে যে নিরাপত্তাকর্মীদের গদলঘর্ম হতে হয়েছে। পরদিনও একই পরিস্থিতি হবে বুঝতে পেরে শেষ পর্যন্ত অনুশীলন সেশন বাতিল করতে হয়েছে আল হিলালকে।