× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি-রোনালদোকে ছাড়াই রাতে শুরু চ্যাম্পিয়নস লিগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৭ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৯ পিএম

মেসি-রোনালদোকে ছাড়াই রাতে শুরু চ্যাম্পিয়নস লিগ

গত মৌসুমেও রোনালদোকে দেখা যায়নি চ্যাম্পিয়নস লিগে। চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৪০ গোল স্কোরার আসরটি মিস করলেও ছিলেন সময়ের সেরা বাকি তারকারা। তাই রঙি হারায়নি আসর। সেদিক দিয়ে এবারের আসরটি অবশ্য বড্ড ব্যতিক্রম। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ চার গোল স্কোরের তিনজনই নেই এবারের আসরে। রোনালদোর পর এবার দেখা যাবে না মেসি ও করিম বেনজেমাকেও। নেই নেইমার ও সাদিও মানের মতো তারকা ফুটবলাররাও। তাদের ছাড়াই আজ রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ২০২৩-২৪ মৌসুম।

মেসি-রোনালদো দ্বৈরথ স্বাভাবিকভাবেই মিস করার কথা তাদের ভক্তদের। চ্যাম্পিয়নস লিগে এই দুই ফুটবলারের সেরা হওয়ার লড়াইটাও যে থেকে গেছে দুজনে ইউরোপ ছাড়ায়। মেসি সবশেষ দলবদলে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। অন্যদিকে রোনালদো নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। একই ক্লাবে যোগ দিয়েছেন সাদিও মানে। নেইমার যোগ দিয়েছেন সৌদির আরেক ক্লাব আল-হিলালে। বেনজেমা রিয়াল ছেড়ে নাম লিখিয়েছেন আল-ইত্তিহাদে।

অবশ্য রোনালদো-মেসি যুগ শুরু হওয়ার পর এবারই প্রথম এই দুজনের কাউকেই পাচ্ছে না চ্যাম্পিয়নস লিগ। ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অভিষিক্ত হওয়ার পর রোনালদো খেলেছেন ২০২১-২২ মৌসুম পর্যন্ত। অন্যদিকে ২০০৪-০৫ মৌসুম থেকে শুরু করে মেসি খেলেছিলেন গত মৌসুম পর্যন্ত। তাদের সময়ে এই দুই ফুটবলার দখলে রেখেছেন মোট ৯টি শিরোপা। রোনালদোর ১৪০ গোলের বিপরীতে প্রতিযোগিতাটিতে মেসির গোলসংখ্যা ১২৯। তবে এসব এখন কেবলই অতীত।

আজকের খেলা
এসি মিলান : নিউক্যাসল
ইয়াং বয়েজ : লাইপজিগ
ফেইনুর্দ : সেল্টিক
লাৎসিও : আতলেতিকো
পিএসজি-ডর্টমুন্ড
ম্যান সিটি : রেড স্টার 
বার্সেলোনা : অ্যান্টওয়ার্প
শাখতার : পোর্তো
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা