এশিয়ান গেমস
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৭ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৯ পিএম
বাংলাদেশের সামনে জয় কিংবা ইতিবাচক কিছুর সম্ভাবনা ছিল মিয়ানমারের বিপক্ষেই। এশিয়ান গেমসে সে সুযোগটা আজ বাংলাদেশ পেয়েছিলও। কিন্তু তা আর কাজে লাগানো হলো না! আত্মঘাতী গোলে হার (১-০ গোলে) দিয়ে শুরু হয়েছে এশিয়াড মিশন।
আরও পড়ুন - মিরাজকে পাশে পেলেন তানজিম সাকিব
হাংজুর জিয়া ওশান স্পোর্টস সেন্টারে মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের কৌশল ছিল আগে রক্ষণ সামলানোর, এরপর প্রতি-আক্রমণের সুযোগ যদি কাজে লাগানো যায়। বিরতির পর ম্যাচে সুযোগ বেশি তৈরি করেছে বাংলাদেশই।
তবে বাংলাদেশ গোল হজম করে নিজেদের ভুলে। ৬৭ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে দল। ক্রস থেকে ভেসে আসা বল ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালেই জড়িয়ে দেন ডিফেন্ডার মুরাদ হাসান।
বাংলাদেশ ম্যাচে ফিরতে পারত। ৭৫ মিনিটে মিয়ানমার ১০ জনের দলে পরিণত হয় যে! বক্সের একটু বাইরে বাংলাদেশ দারুণ এক সুযোগ পেয়ে গিয়েছিল। সেখানে ফাউল করে দলকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন মিয়ানমার ডিফেন্ডার, তবে নিজে দেখেন লাল কার্ড। সেখানে পাওয়া ফ্রি কিকেও গোল আসেনি ওই মিয়ানমার গোলরক্ষকের কারণে।
ভাগ্যও এদিন পথ আগলে দাঁড়িয়েছিল দলের। ফরোয়ার্ড সুমন রেজার একটা শট ফিরে আসে বারপোস্টে লেগে। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলকে। এই হারের ফলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটা অনেকটাই সংকীর্ণ হয়ে এসেছে বাংলাদেশের। এখন চীন আর ভারত ম্যাচের অন্তত একটিতে ইতিবাচক ফল প্রয়োজন দলের।