প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩০ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৯ পিএম
যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে পাকিস্তানকে ‘থ্রেট’ হিসেবে দেখলেও, পিটারসেনের চোখে বিশ্বকাপে ফেভারিট ভারত— রয়টার্স
সপ্তাহ দুয়েক পর বেজে উঠবে বিশ্বকাপের দামামা। ৫০ ওভারের ক্রিকেটে এবার কারা উঁচিয়ে ধরতে পারে ট্রফি— এমন প্রশ্নে বিস্তর আলোচনা। বিশ্লেষণ, পরিসংখ্যান কিংবা স্রেফ ধারণা থেকে পছন্দের শেষ চার দলের নাম জানাচ্ছেন সাবেক-বর্তমানরা। কেভিন পিটারসেনও বাদ যাননি। তবে ইংলিশদের সাবেক ক্রিকেটার পাঁচটি নাম জানিয়েছেন।
ভারতের মাটিতে বসা বিশ্বকাপে পিটারসেনের মতে, অলটাইম ফেভারিট হিসেবে থাকবে রোহিত শর্মার দল। তালিকায় আছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। ইংলিশম্যান সেমির পথে দেখছেন আরও তিনটি দলকে। সেখানে পাকিস্তানকে ভাবছেন প্রতিপক্ষের হুমকি হিসেবে, শেষ চারে অস্ট্রেলিয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকেও বাদ দিতে পারেননি।
বিশ্বকাপে পিটারসেনের চোখে শেষ চারে ওঠার লড়াইয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী একে অন্যের। সেমির সম্ভাবনায় পিটারসেন এশিয়ার দুটি দেশকে রেখেছেন। তার সম্ভাব্য তালিকায় নেই আগেরবারের রানার্স আপ নিউজিল্যান্ড।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিটারসেন লেখেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বিশ্বকাপের অন্যতম দাবিদার হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ভারত ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে, এশিয়া কাপও তারা জিতেছে। পাকিস্তান সব সময়ই হুমকি। ফেভারিটের তালিকায় ভারতের পরই থাকবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তারাও খুব বেশি পিছিয়ে নেই।’