নারীবিদ্বেষী মন্তব্য
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৮ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪৮ এএম
ফেসবুকে নারীবিদ্বেষী মন্তব্য করেছিলেন তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব। বছরখানেক আগে করা নিজের সেই মন্তব্যের জন্য এখন দুঃখ প্রকাশ করেছেন তিনি। বুঝতে পেরেছেন জীবন-জগৎ নিয়ে তার এমন চিন্তাভাবনা অনেককে কষ্ট দিয়েছে। সেজন্য নিজের সেই ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।
ফেসবুক থেকে নিজের সেই বিতর্কিত স্ট্যাটাসও মুছে ফেলেছেন। বিসিবির কাছে নিজের নতুন বোধ ও উপলব্ধির কথা জানিয়েছেন এই তরুণ পেস বোলার। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল এই তথ্য জানান।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৩২ রানে ২ উইকেট শিকার অভিষেকটা স্মরণীয় করে রাখার সুযোগ ছিল তানজিম হাসান সাকিবের সামনে। কিন্তু শেষ ওভারে দারুণ বোলিং করে দলের জয়ে অবদান রাখার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার পুরোনো বিভিন্ন বিতর্কিত স্ট্যাটাস। এরপরই বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে তানজিম সাকিবের সঙ্গে কথা বলবেন।
আজ তানজিম সাকিবের বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস নিয়ে কী কথা হয়েছে সেটার বিস্তারিত জানান জালাল ইউনুস। সেখানেই তিনি জানান, সাকিব তার স্ট্যাটাসের জন্য ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়েছেন বিসিবির কাছে। বড় কোনো শাস্তি নয়, তানজিম সাকিবকে শুধু সতর্ক করেছে বিসিবি।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা বিষয়টি অবগত করেছি। যেসব পোস্ট তার ফেসবুকে এসেছে… তার বক্তব্য হচ্ছে, কাউকে আঘাত করার জন্য এই পোস্ট দেওয়া নয়। সে যে পোস্ট দিয়েছে, তা নিজে থেকে দিয়েছে। কাউকে উদ্দেশ করে বা কিছু টার্গেট করে এই পোস্ট দেওয়া হয়নি। এটা দেওয়ার কারণে যদি কারও আঘাত লেগে থাকে, তাহলে সে সেটার জন্য সরি (দুঃখিত)।’
তানজিম সাকিবের স্ট্যাটাসের মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে কর্মজীবী নারীদের হেয় করার বিষয়টি। এই নিয়ে নিজের অবস্থান বিসিবির কাছে পরিষ্কার করেছেন তানজিম। এই নিয়ে জালাল বলেন, ‘ভুল করেছে। সেটার জন্য সে বলেছে, “আমি দুঃখিত”। আমরা তার সঙ্গে কথা বলেছি। যেন ভবিষ্যতে এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। এ ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকবে। সে একটা বড় কথা বলেছে, সে নারীবিদ্বেষী নয়। তার কথা, “আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারীবিদ্বেষী হতে পারি”।’
জালাল ইউনুস জানান, বয়স কম বলেই ছাড় পাচ্ছেন তানজিম। তবে ভবিষ্যতে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এই নিয়ে তার ভাষ্য, ‘একটা তরুণ ছেলে এবং বয়স কম আপনারা জানেন। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। আমরা খেয়াল করি, দেখি, পর্যবেক্ষণ করি। যদি কিছু থাকে, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব।’
ভবিষ্যতে সতর্ক থাকবেন বলেও বিসিবির কাছে অঙ্গীকার করেছেন তরুণ এই পেসার। এই নিয়ে জালাল বলেন, ‘যেহেতু এটা প্রকাশ্যে এসেছে, আশা করি ভবিষ্যতে এ ধরনের সমস্যা হবে না। তাদেরও আমাদের সঙ্গে চুক্তির ব্যাপার আছে। জাতীয় দলের কোড অব কন্ডাক্টের ব্যাপার আছে। এ জন্য সে বলেছে, “আমি খুবই সতর্ক থাকব”।’
এই বিতর্কের মধ্যেই এশিয়া কাপ শেষে নিউজিল্যান্ড সিরিজেও খেলবেন তানজিম হাসান সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে আছে তার নাম।