প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৫ পিএম
দিন চারেক আগে লিওনেল স্কালোনির সহকারী হিসেবে ডাগআউটে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি। এবার আর সাহায্যকারী নন, সরাসরি কোচিং করিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী। মেসির কোচিংয়ের ক্লাসে মনোযোগী ছাত্র ছিলেন তার দুই ছেলে।
আরও পড়ুন - প্রশংসা শুধুই সিরাজের
টানা খেলার ধকল সামলে নিতে মেসি ইন্টার মিয়ামির ম্যাচে খেলেননি। মেসি না খেলার ম্যাচে মিয়ামি হারের দেখাও পেয়েছে। আটলান্টা তাদেরকে স্রেফ উড়িয়ে দিয়েছে। না খেললেও মেসি ব্যস্ত ছিলেন ফুটবল নিয়েই। মিয়ামির অনূর্ধ্ব-১২ দলের ট্রেনিংয়ে হাজির হয়েছিলেন। সেখানে ফুটবল খেলছিল থিয়াগো মেসি। তাকে নির্দেশনা দিয়ে যান ‘সিনিয়র’ মেসি। বাবা-ছেলের ওই প্রশিক্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, দুই ছোট ছেলে মাতেও ও চিরোকে মেসির সঙ্গে ডাগআউটে বসে আছেন মেসি। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অনুশীলন শেষে ছেলেদের নিয়ে মিয়ামির জিমেও সময় কাটিয়েছেন মেসি। তবে ধকল কাটিয়ে আগামী ম্যাচে মেসি খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয় ফ্লোরিডার ক্লাবটি।