প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২০ পিএম
এক দিন আগে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। দলে ডাক পাওয়ার পরের দিন ব্যাট হাতে বড় স্কোর গড়ার সুযোগ ছিল তার সামনে।
আরও পড়ুন - পিসিবির নিবিড় পর্যবেক্ষণে নাসিম
তবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি সৌম্য সরকার। গোল্ডেন ডাকের শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়নে। তবে বল হাতে নিয়েছেন ২ উইকেট।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এশিয়ান গেমসের সম্ভাব্য দল ও বাংলা টাইগার্সের মধ্যকার ম্যাচে খেলেন সৌম্য। তবে বলার মতো কিছু করতে পারেননি তিনি।
দলে ডাক পাওয়া জাকির হাসান করেন ৩২ রান। ১২ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস আসে প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া রিশাদ হোসেনের ব্যাটে।
তবে নুরুল হাসান সোহান ৩৮ বলে খেলেন ৪৮ রানের ইনিংস। তিনিও দীর্ঘদিন পর ডাক পেয়েছেন জাতীয় দলের ডেরায়। দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন জাতীয় দলের এই ক্রিকেটাররা।