প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৭ পিএম
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পান পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। শুরুর দিকে এই চোট ততটা গুরুতর মনে না হলেও পরে জানা যায় ভিন্ন কথা। এশিয়া কাপ থেকে ছিটকে যান পাকিস্তানের অন্যতম এই পেসার। পরে দলটির অধিনায়ক বাবর আজম জানান নাসিমকে নিয়ে শঙ্কার কথা।
আরও পড়ুন - ‘এই পারফরম্যান্সের আলোচনা হবে দীর্ঘদিন’
এশিয়া কাপ থেকে বাদ পড়া ম্যাচে নাসিমকে নিয়ে বাবর বলেন, বিশ্বকাপের শুরুর দিকে নাসিমকে না-ও পেতে পারে পাকিস্তান। তবে নাসিমকে মাঠে ফেরাতে যে কাজ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিট; সেটা এক বিবৃতিতে জানিয়েছে পিসিবি।
নাসিমের চোট নিয়ে বিবৃতিতে পিসিবি জানায়, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম এশিয়া কাপ ২০২৩ চলাকালীন নাসিম শাহর পাওয়া কাঁধের চোটের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করছে। নাসিমের সম্ভাব্য সর্বোত্তম যত্ন প্রদানের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে চিকিৎসা পরামর্শ চলছে। পিসিবি মেডিকেল প্যানেল আরও মূল্যায়নের ভিত্তিতে ফাস্ট বোলারের ক্রিকেটে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
একই ম্যাচে নাসিমের মতো চোট পেয়েছেন আরেক পেসার হারিস রউফ। ওই ম্যাচের পর এশিয়া কাপে আর দেখা যায়নি তাকে। তবে আশার কথা তার চোট নাসিমের মতো ততটা গুরুতর নয়। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম থেকেই হারিসকে পাওয়া নিয়ে আশাবাদী পাকিস্তান।