প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৯ পিএম
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে শিরোপা ঘরে তোলে ভারত। এক কথায় বললে, সিরাজের বোলিংয়েই উড়ে গেছে লঙ্কানরা। ২১ রানে নেন ৬ উইকেট।
আরও পড়ুন - ‘হতাশাজনক পারফরম্যান্সে দুঃখিত’
তার পারফরম্যান্সের আলোচনা অনেক দিন চলমান থাকবে এমনটাই মনে করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ফাইনাল জয়ের পর রোহিত বলেন, ‘এই ধরনের পারফরম্যান্সের আলোচনা অনেক দিন হবে।’
ফাইনাল জয়ের কৃতিত্ব পুরোটা পেসারদের দিয়ে রোহিত বলেন, ‘আমাদের পেসাররা অনেক দিন ধরে ভালো করছে। তাদের এই রকম পারফরম্যান্স দেখাটা অনেক খুশির। এই ধরনের পারফরম্যান্সের আলোচনা অনেক দিন হবে।’ এই রকম পারফরম্যান্স হবে এমন ভাবনা ছিল না খোদ ভারতীয় অধিনায়কের, ‘আমি এই রকম হবে সেটা ভাবিইনি। এটা পুরোটা ব্যক্তিগত স্কিলের ওপরে হয়েছে। এটা বিরল ঘটনা।’
সিরাজের প্রশংসায় শুধু মঞ্চমুখ হননি। দলের সবাইকেই দেন শিরোপা জয়ের কৃতিত্ব। বলেন, ‘যারা ছিল সবাই নিজেদের কাজ করেছে। এই টুর্নামেন্ট থেকে এই রকম আত্মবিশ্বাস পাওয়া দারুণ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিলাম। সেখান থেকে হার্দিক-কিষান আমাদের টেনে তুলেছিল। পরের লড়াইয়ে লোকেশ রাহুল-বিরাট কোহলি দারুণ সেঞ্চুরি করেছে। গিলও দারুণ করেছে। সে যে রকম ব্যাটিং করেছে সেটা অসাধারণ।’
এশিয়া কাপের ফাইনালে নিজেদের এমন দাপুটে পারফরম্যান্সের পর রোহিত নিজেও খুশি। বলেন, ‘এটা দারুণ পারফরম্যান্স ছিল। যদি ফাইনালের কথা বলেন তাহলে অসাধারণ।’