প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৪ পিএম
গুনে গুনে ১৯ দিন পর মাঠে গড়াবে বিশ্বকাপের দামামা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারত কেমন করতে পারে বা ঘরের মাটিতে বসা বিশ্বকাপে কে হবেন ব্লু নীল জার্সিধারীদের তুরুপের তাস? এমন প্রশ্নে চলছে আলোচনা। কাটাকুটির খেলা চলছে দল গঠন নিয়েও। সুরেশ রায়না দল গঠনের কঠিন কাজে যাননি, সোজাসাপ্টা বলে দিয়েছেন বিশ্বকাপটা এবার ঘরেই রেখে দেবেন রোহিত-কোহলিরা।
আরও পড়ুন - ধ্বংসযজ্ঞ চালিয়ে রেকর্ডবুকে সিরাজ
২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য রায়নার মতে, বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হবেন বুমরাহ এবং কুলদীপ। বিশ্বকাপ কেন ভারত জিততে পারে সেই কারণও ব্যাখ্যা করেছেন, ‘কোহলি, রোহিত এবং শুভমন গিল— তিনজন একসঙ্গে পারফর্ম করলে তো কথাই নেই। মিডল অর্ডারও যথেষ্ট শক্তিশালী। হার্দিক, জাদেজা, ঈশান কিষানের মতো ক্রিকেটার রয়েছে। অক্ষর, শার্দূলও কার্যকর ভূমিকা নিতে পারে। প্রথম তিন ব্যাটারকে ভালো রান করতে হবে। বিশেষ করে কোহলিকে। কোহলি ৩৫-৪০ ওভার পর্যন্ত টেনে দিতে পারলে আমাদের বিশ্বকাপ না জেতার কোনো কারণ নেই।’
বিশ্বকাপে রায়নার চোখে ভারতের কঠিন প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। তবে ঘরের মাটিতে আরেকটি বিশ্বকাপে রোহিতদের শুভকামনা জানিয়েছেন রায়না।