প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৩ পিএম
মোহাম্মদ সিরাজের বোলিং তোপ। ২১ রান খরচায় সিরাজের পকেটে ৬ উইকেট। সিরাজের পর বল হাতে তোপ দাগান হার্দিক পান্ডিয়া। ৩ রানে নেন তিন উইকেট। তাতে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা অলআউট হয় মাত্র ৫০ রানে। ওয়ানডে ইতিহাসে এটাই ১০ম সর্বনিম্ন রানের রেকর্ড। এশিয়া কাপের ইতিহাসে এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
এশিয়া কাপের ইতিহাসে এতদিন সর্বনিম্ন স্কোর ছিল ৮৭ রান। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার সে রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনালে এর আগের সর্বনিম্ন স্কোরটি ছিল ১৭৩ রানের। শ্রীলঙ্কা থামল তার অনেক আগেই।
২১ রানে ৬ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। তিন উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। দলের সেরা পেসার জাসপ্রিত বুমরাহর শিকার ২ উইকেট।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৭ রান এসেছে কুশল মেন্ডিসের ব্যাটে। এ ছাড়া ১৩ রান করেন দুশন হেমন্থ। বাকি ৯ ব্যাটারের কেউই পার করতে পারেননি সিঙ্গেল ডিজিটের কোটা। রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফিরেছেন শ্রীলঙ্কার ৫ ব্যাটার।