প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪২ পিএম
সিরাজের কাছে স্রেফ অসহায় হয়ে পড়েছে শ্রীলঙ্কা— টুইটার
হ্যাটট্রিকটা হতে গিয়েও শেষ পর্যন্ত হয়নি। মোহাম্মদ সিরাজ খানিকটা আক্ষেপ করতে পারেন। কিন্তু বল হাতে ধ্বংসযজ্ঞ থামাচ্ছেন না। এশিয়া কাপের শিরোপা নির্ধারণের ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটারদের স্রেফ গুড়িয়ে দিচ্ছেন ভারতের তারকা পেসার। দুর্দান্ত লাইন লেন্থ, গতি আর সুইংয়ে লঙ্কানদের পরাস্ত করে সিরাজ গড়েছেন দারুণ এক রেকর্ডও, পেয়ে গেছেন পঞ্চাশ ওভারের ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ফাইফারও।
কলম্বোতে বৃষ্টির পর সিরাজের তোপ শুরু হয় ইনিংসের দ্বিতীয় ওভারে। টস হেরে রোহিত শর্মা ইনিংসের গোড়াপত্তন করতে ডাকেন জশপ্রিত বুমরাহকে। কুশল পেরেরাকে ফিরিয়ে তিনি সফল হন। এরপর সিরাজ এসে করেন মেডেন ওভার। ওটাই যেন ছিল ঝড়ের পূর্বাভাস। নিজের কোটার তৃতীয় ওভারে এসে তুলে নিয়েছেন একে একে চার চারজন লঙ্কান ব্যাটারকে। তবে হ্যাটট্রিকটা হয়নি এই যা!
The historical over of Mohammad Siraj.....!!!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 17, 2023
4 wickets in a single over. pic.twitter.com/aMd3cihLso
সিরাজ ঢুকেছেন চামিন্দা ভাস, মোহাম্মদ শামি, আদিল রশিদদের দলে। রেকর্ডবুকে ওয়ানডেতে এক ওভারে চারটি উইকেট নেওয়ার কৃতিত্বও আর কারও নেই। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো এক ওভারে চার উইকেট নেন চামিন্দা ভাস। একই বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে কৃতিত্ব গড়েন শামি। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ডটি নিজের নামে লেখেন ইংলিশ স্পিনার আদিল রশিদ।
সিরাজ তার রেকর্ড আরও বাড়িয়ে নিতে যাচ্ছেন। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফাইফারও বনেছেন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন পাঁচটি উইকেট। ৪ ওভারে খরচ করেছেন ৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ৮.২ ওভারে করেছে ২৪ রান। হারিয়েছে শুরুর ৬ উইকেট।