প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৯ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১১ পিএম
শুরু থেকেই তোপ দাগতে থাকেন মোহাম্মদ সিরাজ। শিকার করেন ৬ উইকেট। শেষ দিকে বোলিং ঝলক দেখান হার্দিক পান্ডিয়া। তুলে নেন শেষ তিন উইকেট। দুজনের দুর্দান্ত বোলিংয়ে ১৫.২ ওভারে ৫০ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা। নিজেদের লজ্জার সেই রেকর্ড অবশ্য এড়িয়ে গেছে তারা। ওয়ানডে ফরমেটের এশিয়া কাপে সর্বনিম্ন রানের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটা ঠিকই করে ফেলেছে দাসুন শানাকার দল।
ভেল্লালাগেকে ফেরালেন হার্দিক, শ্রীলঙ্কা ৪০/৮
মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহর পর এবার উইকেটে আঘাত হানলেন হার্দিক পান্ডিয়া। তারকা এ অলরাউন্ডার ফেরালেন দুনিথ ভেল্লালাগেকে। ভেল্লালাগের ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০ রান।
ফিরলেন মেন্ডিস, শ্রীলঙ্কা ৩৩/৭
ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের ৬ষ্ঠ শিকারে পরিণত হয়েছেন কুশল মেন্ডিস। সিরাজের বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হয়েছেন। ফেরার আগে মেন্ডিস করেছে ৩৪ বলে ১৭ রান।
পাওয়ার প্লেতে ব্যাটিং ধসের পর শ্রীলঙ্কার সংগ্রহ ৩১ রান
পাওয়ার প্লেতে মোহাম্মদ সিরাজের বলে এক রকম অসহায় হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখা পাওয়া লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ৩১ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১১.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩ রান। ক্রিজে আছেন দুনিথ ওয়ালালেগে ও কুশল মেন্ডিস।
শ্রীলঙ্কার ব্যাটিং ধস, নেই ৬ উইকেট
ঘরের মাঠে খেলা। কোথায় বুক চিতিয়ে লড়বেন ব্যাট হাতে। কিন্তু সেটা দেখাতে পারছেন না স্বাগতিকরা। ভারতীয় পেসারদের সামনে দাঁড়াতেই পারছেন না শ্রীলঙ্কান ব্যাটাররা। শুরু থেকে পেস ঝড় তুলে লঙ্কান ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। এবার তিনি ফিরিয়েছেন দাসুন শানাকাকে। লঙ্কান ক্যাপ্টেনও নিজেকে মেলে ধরতে পারলেন না দলের বিপদের সময়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ১৭ রান তুলতেই শ্রীলঙ্কা হারিয়ে ফেলেছে ৬ উইকেট। সিরাজ একাই শিকার করেছেন পাঁচ উইকেট। বাকি উইকেটটি গেছে জাসপ্রিত বুমরাহর পকেটে।
আবারও উইকেট হারাল শ্রীলঙ্কা, নেই পঞ্চম উইকেট
ব্যাটিং ধস ! শুরুতেই চার উইকেট হারাল শ্রীলঙ্কা
ভারতের বিপক্ষে ফাইনালে ভালো শুরু পায়নি শ্রীলঙ্কা। দলীয় ৮ রান তুলতেই চার উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ১২ রান।
শুরুর ওভারেই ধাক্কা খেল শ্রীলঙ্কা
বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ের আধা ঘণ্টারও বেশি সময় পর মাঠে গড়ায় এশিয়া কাপের এবারের আসরের ফাইনাল। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম ওভারেই হারিয়েছে উইকেট। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন কুশল পেরেরা।
পেসার জাসপ্রিত বুমরাহর উইকেটের পেছনে থাকা লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দেন কুশল পেরেরা। দুই বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
পরে চতুর্থ ওভারের প্রথম বলে ফের উইকেট হারায় শ্রীলঙ্কা। মোহাম্মদ সিরাজের বলে পয়েন্টে দারুণ ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। পাথুম নিশাঙ্কাকে ফেরান মোহাম্মদ সিরাজ।