প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪১ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪১ পিএম
পুরো মাঠ ঢেকে দেওয়া হয়েছে কাভার দিয়ে
এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু শিরোপার ফয়সালা করার মঞ্চে খেলা শুরু হতে বিলম্ব করাচ্ছে বেরসিক বৃষ্টি। বাংলাদেশ সময় সাড়ে ৩টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও এখনো কাভার দিয়ে মাঠ ঢেকে রাখা হয়েছে। ফলে মাঠে নামতে পারছে না দুই দল।
কলম্বোতে এদিন সুপার ফোরে বাংলাদেশ ম্যাচের একদাশে বিশ্রাম নেওয়া বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ফিরেছেন ভারতের একাদশে। অক্ষর প্যাটেল সবশেষ ম্যাচে ছিটকে যাওয়ায় তার জায়গায় সুযোগ হয়েছে ওয়াশিংটন সুন্দরের। অন্যদিকে মহেশ থিকশানা চোটের কারণে মিস করছেন ফাইনাল। তার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা হয়েছে দুশাণ হেমন্তের।
এর আগে সুপার ফোরের লড়াইয়ে ভারতকে ২১৩ রানে আটকে রেখেছিল শ্রীলঙ্কা। থিকশানা ও ভেল্লালাগেয় দিশেহারা ভারত অল্পতে থামলেও অবশ্য জয় তুলতে পারেনি শ্রীলঙ্কা। এরপর শেষ ম্যাচে পাকিস্তানকে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালে পা রাখে বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে ভারত শেষ কবে কোন বহুজাতিক টুর্নামেন্ট জিতেছিল ২০১৮ সালে। সেবারও মঞ্চ ছিল এশিয়া কাপ ফাইনাল। বাংলাদেশকে হারিয়ে সেবার শিরোপাটা ঘরে তুলেছিল রোহিত শর্মার দল। এরপর একে একে কেটে গেছে পাঁচটা বছর। এবার ফের সুযোগ শিরোপা উঁচিয়ে ধরা। আর সেটি হলে নিশ্চিতভাবেই বিশ্বকাপের আগে বাড়তি সাহস যোগাবে ভারতকে।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুশন হেমন্ত, প্রামদ মাধুশান, মাথিশা পাথিরানা।