প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩১ পিএম
হ্যামস্ট্রিং চোটের কারণে এশিয়া কাপের ফাইনালে খেলতে পারবেন না মহেশ থিকশানা। সুপার ফোর পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন লঙ্কান স্পিনার। ফাইনালের আগে থিকশানার পরিবর্তে সাহান আরাচিগেকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে দাসুন শানাকার দল।
ভারত বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত হবেন থিকশানা। আপাতত পুনর্বাসনের কাজ শুরু করতে তিনি হাই পারফরম্যান্স সেন্টারে ফিরে আসবেন।
গত বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে বাউন্ডারি লাইনে বল সরানোর সময় ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান থিকশানা। তাৎক্ষণিকভাবে ফিজিও তাকে চিকিৎসা দেন। পরে তিনি আরও তিন ওভার বল করেন।
শ্রীলঙ্কা ক্রিকেটের মেডিকেল কমিটির চেয়ারম্যান অধ্যাপক অর্জুনা ডি সিলভা বলেছেন, ‘ক্লিনিক্যালি থিকশানা ঠিক আছে। খুব বেশি ব্যথা অনুভব করছে না।
অবশ্যই বিশ্বকাপের জন্য প্রস্তুত হবে। আসলে বিশ্বকাপ যদি আমাদের সামনে না থাকত, তাহলে আমরা তাকে কোনোভাবে ফাইনালের জন্য প্রস্তুতের চেষ্টা করতাম। কিন্তু আমরা সেই ঝুঁকি নিতে চাই না।’