× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাপ সামলাতে না পারলে দায়িত্ব ছাড়ুন বাবরকে ইউনিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৩ পিএম

চাপ সামলাতে না পারলে দায়িত্ব ছাড়ুন বাবরকে ইউনিস

এশিয়া কাপ তো বটেই এমনকি বিশ্বকাপেও পাকিস্তানকে ফেভারিট হিসেবে মানছিলেন অনেকেই। সেই দলটিরই কিনা অবস্থান সুপার ফোরের তলানিতে। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বাদ পড়তে হয়েছে টুর্নামেন্ট থেকে। যা কোনোভাবেই মানতে পারছে না দেশটির সাবেক ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে বাবরদের এমন হতাশাজনক পারফরম্যান্সে ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটার ইউনিস খান। বাবর আজমের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

পাকিস্তান ক্রিকেটের সংস্কৃতি নিয়ে ইউনিস বলেন, ‘আমরা যদি নামিবিয়ার মুখোমুখি হতাম, তখনও বিজয়ী কম্বিনেশন ধরে রাখার দিকেই মনোযোগী হতাম। আমাদের সংস্কৃতিই এমন যে সরফরাজ উইকেটরক্ষক হলে রিজওয়ানের সেখানে থাকা উচিত নয় কারণ এটি সরফরাজের উপর চাপ তৈরি করবে এবং উল্টোটা হবে। একইভাবে, বাবর আজম যদি দলের অধিনায়ক হন, একই ধরনের অন্য আরেকজন ব্যাটার তখন সহ-অধিনায়ক হতে পারবেন না কারণ এটি বাবরকে চাপে ফেলবে।’

বাবরের নেতৃত্বের সমালোচনা করে ইউনিস বলেন, ‘আপনি যদি এই চাপ সামলাতে না পারেন, তাহলে আপনি জাতীয় দলে থাকতে পারবেন না। তখন আপনার জন্য কঠিন হবে। কাজেই হোমওয়ার্ক করুন! অধিনায়কত্ব আসলে খুব একটা বড় বিষয় নয়। যদি আপনার বোলার একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ভাল পারফরমেন্স না করে, তাহলে তাকে কীভাবে কাজে লাগাতে হয় তা আপনার জানা উচিত। আপনি প্রতিদিন সর্বত্র একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করতে পারবেন না। ব্যাটারদের একটা পরিকল্পনা আছে। এখনও সব শেষ হয়ে যায়নি। যে সব জায়গা নিয়ে সমস্যা তা খুঁজে বের করুন। সমর্থকদের প্রিয় বলেই কাউকে সমর্থন করবেন না।’

আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে পাকিস্তান। সে লক্ষ্যেই এশিয়া কাপের ব্যর্থতা ভুলে নিজেদের প্রস্তুত করবে হবে পাকিস্তানকে। সেটি না পারলে আরও একবার ব্যর্থতায় শেষ করতে হবে বিশ্বকাপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা