প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৩ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:১০ এএম
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে দলে ফিরেছেন বার্সেলোনার ফুটবলাররা। তাতেই যেন নতুন রূপে জেগে উঠেছে কাতালান ক্লাবটি। লা লিগায় রাতের ম্যাচে রিয়াল বেতিসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জাভি হার্নান্দেজের দল। গোল উৎসবের ম্যাচে গোলের দেখা পেয়েছেন বার্সার প্রায় সব তারকা।
এদিন ২৫ মিনিটে বার্সাকে প্রথম সাফল্য এনে দেন জোয়াও ফেলেক্সি। এরপর ৩২ মিনিটে লেভান্ডোভস্কির গোলে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে মাঠে মেনে আক্রমণের ধার যেন আরও বাড়ে। বার্সার হয়ে বল জালে জড়ান আরও তিন ফুটবলার। ৬২ মিনিটে ফেরান তোরেসের ৪ মিনিট পর রাফিনিয়া ও শেষটা টানেন ক্যানসেলো। বার্সার এমন ম্যাচে বাড়তি পাহারা বসিয়েও জোয়ার ঠেকাতে পারেনি বেতিস।
এমন দাপুটে জয়ের পর লিগ টেবিলের শীর্ষে ফিরেছে বার্সা। পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট এখন জাভির দলের। অন্যদিকে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ বার্সার থেকে পিছিয়ে ১ পয়েন্টে।