× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিবিহীন মিয়ামিকে পেয়ে গোল উৎসব আটলান্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩৬ এএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৭ এএম

মেসিবিহীন মিয়ামিকে পেয়ে গোল উৎসব আটলান্টার

দুই দলের সবশেষ দেখায় লিগস কাপের ম্যাচে ইন্টার মিয়ামির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল আটলান্টা ইউনাইটেড। সে ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছিলেন মেসি ও রবার্ট টেলর। এ ম্যাচে অবশ্য মেসি ছিলেন না। সুযোগ লুফে নিয়ে প্রতিশোধ নিতে ভুল করেনি আটলান্টা। মেসির না থাকার সুযোগ কাজে লাগিয়ে মিয়ামিকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে আটলান্টা। আর তাতেই মিয়ামির প্লে অফ স্বপ্নে বড় ধাক্কা লেগেছে।

এদিন প্রথম লিডটা পেয়েছিল মিয়ামিই। তবে সেই লিড ধরে রাখা যায়নি। উল্টো প্রথমার্ধেই তিন গোল হজম করে ম্যাচ থেকে এক রকম ছিটকে যায় মিয়ামি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে এক গোল শোধ দেয় মিয়ামি। তবে উল্টো হজম করে দুই গোল তাতেই ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আটলান্টা। এ হারে ২৭ ম্যাচে ৯ জয়, ৪ ড্র এবং ১৫ হার নিয়ে ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে অবস্থান মায়ামির। তাদের নিচে আছে শুধু এফসি টরন্টো, যাদের পয়েন্ট ২৫। এই হারে প্লে অফ অবস্থানের সঙ্গেও ব্যবধানটা আরও বাড়ল। ৯ নম্বরে থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩৭। প্লে অফ নিশ্চিত করতে মায়ামির হাতে এখন আর ৭ ম্যাচ আছে। যেখানে হারলে বড় খেসারত দিতে হতে পারে মেসির দলের।

তবে দ্রুতই যে মিয়ামির হয়ে মাঠে দেখা যাবে মেসিকে কোচ মার্তিনো জানিয়েছেন তেমনটিই। বলেন, ‘মেসি ও আলবা আগামীকাল অনুশীলনে ফিরবে। আমরা প্রতিদিন তাদের অবস্থা পর্যবেক্ষণ করব। মেসির অনুশীলনের ব্যাপারে কোনো কিছু বদলাব না। আমাদের কোনো তাড়া নেই। যদি সে ভালো বোধ করে এবং আত্মবিশ্বাসী থাকে, তাহলেই তাকে খেলানো হবে। যদি তা না হয়, আরও কয়েক দিন আমরা অপেক্ষা করব।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা