প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৩:২৮ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৫ এএম
এশিয়া কাপের পুরো আসরে বাংলাদেশ দল ছিল ব্যর্থতার চাদরে মোড়ানো। দলে কিছুটা স্বস্তি ফেরায় টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়ে। ভারতকে হারানোর ওই আত্মবিশ্বাস বিশ্বকাপে ভালো করতে সাহায্য করবে বলে মনে করেন মেহেদি হাসান মিরাজ।
আরও পড়ুন - দুই চ্যাম্পিয়নের জয়হীন রাত
এ ছাড়াও ভারত-বধের পর অধিনায়ক সাকিব আল হাসান দলের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি।
এশিয়া কাপ মিশন শেষে গতকাল শনিবার দুপুরে দেশে ফেরে বাংলাদেশ দল। দেশে ফিরে মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপনি যেটা বললেন শেষ ম্যাচটা জয় হয়েছে খুব ভালো। ভারতের সঙ্গে জিতেছি, এটা অবশ্যই আমাদের দলের ভেতরে আলাদা আত্মবিশ্বাস কাজ করবে। যেহেতু ভারত টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ছিল। ওদের আমরা হারিয়েছি এটা আমাদের পরের ধাপে সাহায্য করবে, যেহেতু সামনে বিশ্বকাপ আছে। সবাই অনেক খুশি আছি।’
ভারত-বধের পর দলের সবাইকে ধন্যবাদ জানান অধিনায়ক সাকিব আল হাসান। এই নিয়ে মিরাজ বলেন, ‘অধিনায়ক অবশ্যই খুব ভালো ফিল করেছে। যেহেতু ভারতের সঙ্গে জিতেছি। অধিনায়ক সবাইকে অভিনন্দন জানিয়েছে। বিশেষ করে যারা জুনিয়র ক্রিকেটার, ওরা তো খুব ভালো খেলেছে।’
এশিয়া কাপে বাংলাদেশের খেলা পাঁচ ম্যাচের তিনটিতেই মেইক শিফট ওপেনার হিসেবে খেলেছেন মেহেদি হাসান মিরাজ। দলের অন্য ওপেনাররা সুস্থ থাকলে ওপেনিংয়ে নামতেন না বলেও স্পষ্ট করে মিরাজ বলেন, ‘দেখেন যদি ওপেনাররা সুস্থ থাকত প্রথম থেকে তাহলে হয়তো আমি করতাম না। বেসিক যে ওপেনার ছিল, তারাই করত। হয়তো টিম কম্বিনেশনের জন্য আমাকে ওপরে খেলতে হয়েছে। আলহামদুলিল্লাহ একটা ম্যাচে ভালো করেছি। তারপর সিচুয়েশন যখন আলাদা হয়েছে, মাঝখানে খেলেছি।’
এশিয়া কাপে দলে থাকা ইনজুরি সমস্যা ভুগিয়েছে বলেও জানান। তিনি বলেন, ‘এশিয়া কাপে প্লেয়ারদের ইনজুরি খুব ভুগিয়েছে। আমরা যদি সবাই ফিট থাকতাম খুব ভালো একটা টুর্নামেন্ট হতো।’
বিশ্বকাপের আগে ইনজুরিমুক্ত হয়ে সবাই দলে ফিরবেন এমনটাও প্রত্যাশা মিরাজের। এই নিয়ে তার ভাষ্য, ‘যারা ইনজুরিতে পড়েছে, তারা যেন খুব দ্রুত ওভারকাম করে। তামিম ভাই দলের সঙ্গে ছিল না, শান্ত খেলার ভেতর ইনজুরি হয়ে গেছে। ও কিন্তু খুব ভালো শুরু করেছিল, দুটা ম্যাচেই অনেক বড় রান করেছে। লিটনদা ইনজুরি ছিল। মুশফিক ভাই খেলার মধ্যে পরিবারের জন্য সমস্যা হয়ে গিয়েছিল। কিন্তু আমি ওভার অল মনে করি সবাই বিশ্বকাপে যেতে চাই ফিট হয়ে। সবাই মানসিকভাবে শক্তিশালী হয়ে যেতে চাই।’
ভারত ম্যাচের মানসিকতা নিয়ে মিরাজের ভাষ্য ছিল, ‘একটা জিনিস দেখেন ম্যাচটা এ রকম ছিল আমাদের তো কোনো সম্ভাবনা ছিল না যে এশিয়া কাপে ফাইনালে ওঠার। কিন্তু আমাদের একটা আশা ছিল ভারতের সঙ্গে জিততে পারি আত্মবিশ্বাসটা ভালো থাকবে বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে।’