প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৮ পিএম
অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে আটক করেছে সিডনি পুলিশ। তার বিপক্ষে মাদক কেনাবেচার অভিযোগ উঠেছে। ব্যবসায়িক উদ্দেশে মাদক কেনাবেচা করতেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মূলত কোকেন বেচা কেনা করতে সাবেক এই লেগ স্পিনার।
শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে ম্যাকগিলকে আটক করা হয়। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো। এর আগে বেশ কিছুদিন অপহৃত অবস্থায় ছিলেন ম্যাকগিল। ২০২১ সালের এপ্রিলে অপহৃত হয়েছিলেন। সিডনি পুলিশ সেই তদন্ত করতে গিয়েই ম্যাকগিলের এই ব্যবসা সম্পর্কে জানতে পারে।
এই অভিযোগের ভিত্তিতেই ম্যাকগিলকে আটক করা হয়েছে। সিডনি পুলিশ জানায়, জেনেশুনেই মাদক বেচা কেনা করতেন ম্যাকগিল। এই অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন এই লেগ স্পিনার।
অস্ট্রেলিয়ান এই লেগ স্পিনার অজিদের জার্সিতে খেলেছেন ৪৪ টেস্ট। এই সময়ে তিনি শিকার করেছেন ২০৮ উইকেট। এ ছাড়াও তিন ওয়ানডেতে তার শিকার ছিল ৬ উইকেট।