প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:০০ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩১ পিএম
এশিয়া কাপে খেলার সুযোগ পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। মহাদেশীয় আসর থেকে তারকা এ অলরাউন্ডারের বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হয়নি। তবে তার সুযোগ আছে বিশ্বকাপে খেলার।
আরও পড়ুন - জিতেই ফিরতে চান সাকিব
সামনে নিউজিল্যান্ড সিরিজ। মাহমুদউল্লাহর সম্ভাবনা আছে কিউইদের বিপক্ষে খেলারও। কিন্তু তার আগে তো মাঠের লড়াইয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
ফর্ম আর ফিটনেস দেখানোর সুযোগ অবশ্য করে দিয়েছিল বিসিবি। এশিয়ান গেমসের সম্ভাব্য দলের বিপক্ষে খেললেন ঠিকই মাহমুদউল্লাহ।
কিন্তু চট্টগ্রামের হওয়া প্রস্তুতি ম্যাচে ছায়া দল বাংলা টাইগার্সের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া দলের হয়ে ৩৯ বল খরচ করে ২ বাউন্ডারিতে করেন মাত্র ২৬ রান।
মাহমুদউল্লাহর ব্যাটিং ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন মুমিনুল হক (৭৬ বলে ৭৬), সৌম্য সরকার (৪৬ বলে ৪০) ও ক্যাপ্টেন নুরুল হাসান সোহান (৪৫ বলে ৬৫)। ত্রয়ীর ব্যাটিং ঝলকে বাংলা টাইটার্স জয় ছিনিয়ে নিয়েছে ৪ উইকেটে।
গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তার আগে টস জিতে দাপুটে ব্যাটিং করেন এশিয়ান গেমস স্কোয়াডের ওপেনার জাকির হাসান (৮৪) ও শাহাদাত হোসেন দিপু (৮৪)।
দুজনের ব্যাটিং নৈপুণ্যে ৪৬ ওভারে কমে আসা ওয়ানডেতে ৬ উইকেট হারিয়ে ২৭৩ রানের পুঁজি পায় দল। পেস তোপ দেগে ৫৭ রান দিয়ে ৪ উইকেট নেন বাংলা টাইগার্সের খালেদ আহমেদ।