প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫১ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৮ পিএম
নখ কামড়ানো আর স্নায়ুচাপের ম্যাচে মাঠে লড়াই করেই হেসেছে শ্রীলঙ্কা। অবিশ্বাস্য রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২ উইকেটের দাপুটে জয়ে স্বাগতিক শ্রীলঙ্কা নাম লিখেছে শিরোপা নির্ধারণী ম্যাচে। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ধরে রাখতে রবিবারের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা মোকাবিলা করবে ভারতকে। এ নিয়ে টানা দুই আসরের ফাইনালে উঠল লঙ্কানরা। সব মিলিয়ে ১১ বারের মতো আসরের ফাইনালে খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন - ফাইনালে যেতে শ্রীলঙ্কার দরকার ২৫২
ম্যাচসেরা কুশল মেন্ডিস দিয়েছিলেন সেঞ্চুরির আভাস। কিন্তু দুর্ভাগ্য নার্ভাস নাইনটিতে ফিরতে হয়েছে তাকে। ৯ রানের আক্ষেপ নিয়ে মেন্ডিসকে ফিরতে হয়েছে সাজঘরে। তার ৮৭ বলের ৯১ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ৮ বাউন্ডারি ও ১ ছক্কা। সাদিরা সামারাবিক্রমা (৪৮) দুই রানের জন্য পাননি ফিফটি।
চারিথ আসালাঙ্কা ৪৯* রানের হার না মানা দুরন্ত ইনিংস খেলে দলকে ফাইনালে তুলে দেখান বীরত্ব। ত্রয়ীর ব্যাটিং ঝলকে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫২ রান তুলে টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তানকে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে সহ আয়োজক শ্রীলঙ্কা।
রিজওয়ান ও ইফতিখারের ব্যাটিং ঝলকে বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২৫২ রানের পুঁজি গড়ে পাকিস্তান। তবে বৃষ্টি আইনে ৪২ ওভারে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২৫২ রানই।