প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫০ পিএম
বৃষ্টি শেষে ব্যাটিংয়ে ঝড় তুলেন মোহাম্মদ রিজওয়ান। তার সঙ্গে দুর্বার ব্যাটিং করেন ইফতিখার আহমেদও। দুজনের ব্যাটিং ঝলকে বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করেছে পাকিস্তান। তবে বৃষ্টি আইনে ম্যাচ জিতে ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে ৪২ ওভারে করতে হবে ২৫২ রানই।
আরও পড়ুন - বৃষ্টির বাগড়ায় বন্ধ পাকিস্তান-শ্রীলঙ্কার খেলা
সেঞ্চুরির আভাস দিয়েছিলেন রিজওয়ান। ইনিংস গুটিয়ে যাওয়ায় জাদুকরী তিন অঙ্ক ছোঁয়া হয়নি তার। ৮৬* রানের হার না মানা দুরন্ত এক ইনিংসেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। ৭৩ বলের দাপুটে ইনিংসটি সাজান রিজওয়ান ৬ বাউন্ডারি ও ২ ছক্কায়।
ওপেনার আবদুল্লাহ শফিক (৫২) আগেই হাঁকান ফিফটি। তবে কাছাকাছি গিয়েও হাফসেঞ্চুরির দেখা পাননি ইফতিখার আহমেদ (৪৭)। তিন রানের জন্য ফিফটি মিস করেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট শিকার করেন মাথিশা পাথিরানা। দুটি উইকেট নেন প্রমথ মাদুশান।
এশিয়া কাপের অলিখিত সেমি-ফাইনাল। ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের সামনে। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন ক্যাপ্টেন বাবর আজম।
সমীকরণটা সহজ। জিতলেই মিলবে এশিয়া কাপের ফাইনালে টিকিট। হারলে বাদ। এমন সমীকরণের ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি শুরুতেই। কোনো কারণে ম্যাচটি পণ্ড হলে রিজার্ভ ডে না থাকায় পয়েন্ট ভাগ করতে হবে দুদলকে। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকায় ফাইনালে পা রাখবে শ্রীলঙ্কা।