প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৫ পিএম
লোকেশ রাহুল চোট থাকাকালীন উইকেটের পেছনে দায়িত্বটা বেশ দক্ষতার সঙ্গেই পালন করেছিলেন ঈশান কিষাণ। তবে রাহুল ফেরায় গ্লাভস ছেড়ে দিতে হয়েছে কিষানকে। দায়িত্ব নিয়ে অবশ্য দক্ষতার পরিচয় দিয়েছেন রাহুলও।
আরও পড়ুন - পেসাররা রাখবেন অস্ট্রেলিয়ার মান
কুলদীপের বলে স্ট্যাম্পিং করে নিজের স্থানটাকে করেছেন পোক্ত। তবে প্রশ্ন ছিলই বিশ্বকাপে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াচ্ছেন কে; রাহুল না কিষান। এ ব্যাপারে রাহুল অবশ্য যথেষ্ট আত্মবিশ্বাসী। জানিয়েছেন, এনসিএ-তে যথেষ্ট উইকেটকিপিং অনুশীলন করেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে রাহুল বলেন, ‘আমি এর মধ্যে কিছু ক্রিকেট খেলেছি এবং এখন পর্যন্ত সব ঠিকভাবেই চলছে। আমি গত তিন বা চার মাস ধরে আমার প্রস্তুতির ওপর আস্থা রেখেছিলাম এবং আত্মবিশ্বাসী ছিলাম যে কাজটি করতে পারব। তা ছাড়া আমি গত দুই বছরেরও বেশি সময় ধরে নিয়মিত উইকেটকিপিং করছি। কাজেই এটা আমার জন্য নতুন কিছু নয়।’
রাহুল আরও বলেন, ‘চোটের পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন আমি দুটো বিষয় নিয়েই কাজ করেছি। শুরুর দিকে অনেক বেশি ব্যাট করতাম। কিন্তু এখন কিপিংয়ে যথেষ্ট সময় দিচ্ছি। আশা করি দুটি দায়িত্বই ভালোভাবে পালন করতে পারব।’