বাংলাদেশ-ভারত
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৫ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:১২ পিএম
কথায় আছে ‘শেষ ভালো যার, সব ভালো তার’। তবে কথাটা ক্রিকেট কিংবা অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বাংলাদেশের এশিয়া কাপ মিশনের কথাই ধরুন, ফাইনালে যাওয়ার সুযোগ শেষ হয়ে গেছে, ভারতের বিপক্ষে আগামীকাল শুক্রবারের ম্যাচটাই হতে যাচ্ছে শেষ ম্যাচ। ম্যাচটা জিতলেইবা এমন কী হবে? এবারের এশিয়া কাপে দলের পারফরম্যান্স যেসব প্রশ্ন তুলে দিয়ে গেল, সেসব প্রশ্ন বা সেসব ধাঁধার সমাধান তো এক ম্যাচ জয়েই চলে আসবে না!
আরও পড়ুন - গাধার মতো খাটছেন উইলি
তবু জয়টা পরম আরাধ্যই বাংলাদেশের জন্য। একটা জয় যে দলের মানসিকতায় ফেলতে পারে দারুণ প্রভাব! তাই শেষ ম্যাচে আগামীকাল যখন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, তখন জয়টা খুব করেই চাইবে দল। ‘হাই নোটে’ টুর্নামেন্ট শেষ করারও যে একটা ব্যাপার থেকে যায়!
এ পর্যন্ত বাংলাদেশ গোটা এশিয়া কাপে যেমন পারফর্ম করেছে, তাতে দলটাকে একটা জিগসও পাজলের মতো মনে হচ্ছে, যার ১১টা ভাগের ভেতর অর্ধেকের বেশিই মেলানো হয়নি এখনও। থিতু ওপেনিং জুটি নেই, নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে তিন নম্বরের জায়গাটাও হয়ে গেছে নড়বড়ে। একটা সময় ভরসা জোগানো লোয়ার মিডল অর্ডারও এখন মুখ থুবড়ে পড়ছে নিয়মিতই। ওদিকে বোলিংটা ঠিকঠাক হলেও এবাদত হোসেন ছিটকে যাওয়ায় মাঝের ওভারে প্রতিপক্ষকে চেপে ধরা যাচ্ছে না এখন।
এমন পরিস্থিতিতেই আগামীকাল বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। সবচেয়ে বেশিবার এশিয়া কাপ জেতা ভারত ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে এশিয়া কাপের ফাইনাল। যে ম্যাচে রোহিত শর্মার দল ফাইনালে চলে গেছে, সে ম্যাচেই মূলত বাংলাদেশ ছিটকে গেছে সব ধরনের সমীকরণ থেকে। চাঁছাছোলা ভাষায় ‘ডেড রাবার’ বলুন কিংবা খানিকটা নরম সুরে ‘নিয়ম রক্ষার ম্যাচ’, বাংলাদেশ-ভারতের আজকের লড়াইটা ঠিক তাই। জিতলেও দুই দলের অবস্থানে পরিবর্তন আসছে না একটুও।
ম্যাচের আবহটা যখন এমন, তখন ভারত নিজেদের খানিকটা বাজিয়ে দেখার সুযোগটা কাজে লাগাতেই পারে। কালকের ম্যাচে বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রীত বুমরাহদের অন্তত তিনজনকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ভারত- এমনটাই খবর ভারতীয় সংবাদমাধ্যমের। সেক্ষেত্রে দলে দেখা যেতে পারে শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, শার্দূল ঠাকুর আর মোহাম্মদ শামিদের।
অভিপ্রায় জয়ের থাকলেও বাংলাদেশও বাজিয়ে দেখতে পারে নিজেদের বেঞ্চের শক্তিসামর্থ্যগুলো। মুস্তাফিজুর রহমান একাদশের বাইরে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলেই। তাকে ফেরানো হতে পারে একাদশে।
এদিকে মুশফিকুর রহিমের দলে না থাকাটা পুরোপুরি নিশ্চিত। গতকাল এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, স্ত্রী সুস্থ না হওয়ায় তিনি থেকে যাচ্ছেন দেশেই, এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে দলকে। এদিকে সাকিব আল হাসানও মুশফিকের সঙ্গেই দেশে এসেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর। তিনি অবশ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন গতকালই। খেলবেন কালকের ম্যাচেও।
ম্যাচটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জের ম্যাচও। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ভারতকে হারিয়েছে সবশেষ ২০২২ সালেও। সেই সিরিজের পর এই প্রথম ৫০ ওভারের ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুই দল। সেই সিরিজের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে নিশ্চয়ই আজকের ম্যাচটা জিততে চাইবে দল। সেটা হলে যে চ্যালেঞ্জটাও উতরে যাওয়া যায়!