প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৩ পিএম
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের চ্যাম্পিয়নস দলে খেলার সুযোগ ছিল ডেভিড উইলির। নিজেকে প্রস্তুতও রেখেছিলেন। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে জোফরা আর্চারকে জায়গা ছেড়ে দিতে হয়েছিল তাকে। এবারও ইংল্যান্ডের প্রাথমিক দলে জায়গা হয়েছে তার। তবে শঙ্কা থেকেই যাচ্ছে। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আর্চার। তবে কি একই পরিণতি হবে এবারও। উইলি অবশ্য সেসব নিয়ে ভাবছেন না। নিজেকে প্রস্তুত রাখতে গাধার খাটুনি খেটে যাচ্ছেন।
আরও পড়ুন - টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
নিউজিল্যান্ড ম্যাচের আগে প্রস্তুতি শেষে উইলি বলেন, ‘এখানে থাকতে পেরে আমি খুশি, কিন্তু যতক্ষণ না ফ্লাইটে উঠছি ততক্ষণ পর্যন্ত বিশ্রাম নিতে পারব না। ২০১৯ বিশ্বকাপ আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। গত বিশ্বকাপের অংশ হতে পারলে আমি আমার বাম হাত দিয়ে দিতাম। কাজেই ক্রিকেটে আমার সঙ্গে যা ঘটবে তা কখনও খারাপ হবে না বলেই আমার ধারণা।’
উইলি আরও বলেন, ‘আপনারা চাইলে আমাকে গাধা বলতে পারেন। তবে কঠিন ট্রিপে গাধাকে প্রয়োজন হতে পারে। ফিট থাকা এই মুহূর্তে আমাদের দলের জন্য বড় নেয়ামত। তবে যারা নিগলস ও ছোট চোট নিয়ে মাঠে নামে এবং খেলা চালিয়ে যায় তারা কি গাধা না?’