প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১০ পিএম
সময়ের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম বিরাট কোহলি। বিশ্বজুড়ে তার খ্যাতি। অগণিত ফ্যান ফলোয়ার। ক্রিকেট প্রেমী জাতি শ্রীলঙ্কায় তার ফ্যান থাকবে না তা কি করে হয়। বর্তমানে এশিয়া কাপে ভারতীয় দলের সঙ্গে দ্বীপ দেশটিতে রয়েছেন বিরাট কোহলি। সেখানেও দেখা মিলেছে এক কোহলি ভক্তের। লঙ্কান ওই কোহলি ভক্তের ভাগ্যটা অবশ্য বেশ ভালোই বলতে হবে। ভারতীয় আইকনের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে তার।
চোখের সামনে প্রিয় তারকা থাকলেও নিয়মের ভেড়াজালে বাধা পড়ে খুব কাছে যাওয়ার সুযোগ হয় না অনেকের। নেওয়া হয় না সেলফি কিংবা অটোগ্রাফ। লঙ্কান ওই তরুণী ভক্তের অবশ্য সুযোগ হয়েছে। তবে খালি হাতে যাননি তিনি। প্রিয় তারকার জন্য নিজ হাতে পরম যত্নে তৈরি করেছেন তারই প্রতিকৃতি। যা উপহার হিসেবে প্রিয় তারকার হাতেও তুলে দিয়েছেন তিনি।
এসময় বেশ আবেগী হয়ে উঠেন ওই তরুণী। পরে অবশ্য তা নিয়ন্ত্রণ করেন। প্রিয় তারকাকে জানান, ‘আমি সেই ২০০৯ সাল থেকে আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম।’ কোহলিও বেশ আনন্দের সাথেই উপহারটি গ্রহণ করেন। ছবি তুলেন ভক্তের সাথে। এবং এর জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘উপহারের জন্য আপনাকে ধন্যবাদ।’
২২ গজে ব্যাট হাতে সময়টাও অবশ্য বেশ কাটছে কোহলির। কদিন আগেই সুপার ফোরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা। দলকে এনে দিয়েছেন রেকর্ড জয়। ভারত পৌঁছে গেছে এশিয়া কাপের ফাইনালে।