প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৪ পিএম
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে পাত্তা না দেওয়া ভারত শ্রীলঙ্কার বিপক্ষে মুখ থুবড়ে পড়ে মাত্র ২১৩ রানে। যদিও ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ে পেয়েছে ভারতই। উঠে গেছে আসরের ফাইনালে। এরপর ওই ম্যাচ নিয়ে অভিযোগ তুলেছেন অনেকে। কারও কারও মতে ফাইনালে পাকিস্তানকে এড়াতেই শ্রীলঙ্কার বিপক্ষে ইচ্ছা করে হারতে চেয়েছিল রোহিত শর্মার দল। যা নিয়েই এবার নিজের বক্তব্য তুলে ধরেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। এ নিয়ে তাকেও যে অনেক কল ও মেসেজ পাঠানো হয়েছে শোয়েব জানিয়েছেন সেটিও।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের খারাপ পারফরম্যান্সের কৃতিত্ব ভেল্লালাগেকে দিয়েছেন শোয়েব। ম্যাচ নিয়ে সমালোচনা কারিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জানি না আপনারা কি করছেন। আমি অনেক মিম এবং মেসেজ পাচ্ছি যে ‘ভারত ম্যাচটিতে গড়াপেটা করেছে’, তারা পাকিস্তানকে বাদ দিতে ইচ্ছাকৃতভাবে হেরেছে। আপনারা কি ঠিক আছেন? শ্রীলঙ্কা তাদের সেরা বোলিং করেছে। ভেল্লালাগে ও আসালাঙ্কা নিজেদের উজাড় করে দিয়েছেন। আপনারা কি ২০ বছরের তরুণটিকে দেখেছেন? সে ৪৩ রান ও ৫ উইকেট নিয়েছে। এরপরও আমি ভারত এবং অন্যান্য দেশ থেকে ফোন পাচ্ছি, ভারত ইচ্ছাকৃতভাবে হেরেছে।’
এরপর শোয়েব বলেন, ‘কেন তারা হারতে যাবে, আমাকে বলুন? তারা ফাইনালে যেতে চায়। আপনারা কোনো কারণ ছাড়াই মিম তৈরি করছেন। এটি ভারতের কাছ থেকে একটি দুর্দান্ত ফাইটব্যাক ছিল। কুলদীপ যেভাবে খেলেছে, তা দেখার মতো ছিল। জসপ্রিত বুমরাহকে দেখুন। ছোট টোটাল রক্ষায় কিভাবে নিজেদের উজাড় করে দিতে হয় দেখুন।’