বাংলাদেশ-ভারত ম্যাচ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৭ পিএম
ভারত ম্যাচের লক্ষ্য নিয়ে প্রশ্ন হতেই তাওহিদ হৃদয় সাফ জানিয়ে দেন, কোনো আশা নেই। মাঠে নেমে ভালো খেলার সর্বোচ্চটুকু চেষ্টা করতে চান। আগামীকাল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন - পাকিস্তান-শ্রীলঙ্কার ফাইনালে ওঠার লড়াই
সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়। ফলে ভারত ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচের আগে তিন দিন ছুটি কাটায় বাংলাদেশ দল। ছুটি কাটিয়ে গতকাল ফিরেছে অনুশীলনে।
গতকাল কলম্বোয় অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন হৃদয়। তিনি জানান, ভারত ম্যাচ নিয়ে নেই আলাদা কোনো প্রত্যাশা। বলেন, ‘আমার মনে কোনো আশা নেই। আমি কোনো চিন্তাভাবনা করি না। আমি যখন মাঠে যাব, তখন চেষ্টা করব দলের জন্য কিছু কন্ট্রিবিউট করার।’
হার যেকোনো দলকেই ভেঙে দেয় মানসিকভাবে। বাংলাদেশ দলও এর ব্যতিক্রম নয়। গতকাল সংবাদমাধ্যমকে হৃদয় জানান, অতীত নিয়ে ভাবছেন না। আপাতত অতীতের ভুলগুলো শোধরানোর মিশন তাদের সামনে। তিনি বলেন, ‘আমরা আগেও যেটা বলেছি, যেটা চলে গিয়েছে ওইটা নিয়ে আমরা ভাবি না। আমরা বর্তমানে থাকার ট্রাই করি সব সময়। যেহেতু আমাদের সামনে ইন্ডিয়ার সঙ্গে খেলা, ট্রাই করব ভালোভাবে ফিনিশ করে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো যত তাড়াতাড়ি ওভার কাম করে এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা যেতে পারি।’
ভারত ম্যাচের আগে প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে কী হয়েছে? ক্রিকেটারদের কীভাবে অনুপ্রাণিত করেছেন তিনি? সেই প্রশ্ন ছিল ক্রিকেট মহলে। এর উত্তরে হৃদয় বলেন, ‘আমাকে যেটা সব সময় বলে, আমাকে সাহস নিয়ে খেলতে বলেছে। যেটা আমি খেলি। সে বলেছে তুমি প্রত্যেকটা ম্যাচে রান করবা না, প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করবা না। তোমার যে ক্যারেক্টার সেটা চেঞ্জ করবা না। এটাই।’
ভারতের বিপক্ষে খেলবেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। ফলে মিডল অর্ডারে দায়িত্ব বাড়বে তাওহিদ হৃদয়ের কাঁধে। অভিজ্ঞ মুশফিকের না থাকা কিছুটা হতাশাজনক। তবে যারা খেলবে, তারা দায়িত্ব নিয়ে মুশফিকের অভাব পূরণ করতে পারবে- এই বিশ্বাস আছে হৃদয়ের মাঝে। তিনি বলেন, ‘মুশফিক ভাই নেই এটা আমাদের জন্য একটু অবশ্যই চ্যালেঞ্জ হবে। যেহেতু একটা এক্সপেরিয়েন্স প্লেয়ার, আমি ট্রাই করব মুশফিক ভাইয়ের জায়গায় যারা খেলবে, যারা আমরা আছি; আমরা যেন সেই জায়গাটা যতটুকু পারি রিকভার করতে।’
মুশফিকের অনুপস্থিতিতে নিজের দায়িত্ব নিয়ে বলেন, ‘আমি আসলে এইভাবে চিন্তা করি না। কার সঙ্গে খেলা, দায়িত্ব বেড়ে যাচ্ছে কি না, আমি সব সময় ট্রাই করি আমার যে প্রসেস আছে সেই প্রসেসে থাকার জন্য।’
এ ছাড়া উঠে এসেছিল হৃদয়ের ব্যাটিং অর্ডারে জায়গা বদল হওয়া নিয়ে। অবশ্য এটা নিয়ে তার মধ্যে নেই কোনো অভিযোগ। বরং দলের প্রয়োজনে যেকোনো জায়গায় খেলে সাফল্য এনে দেওয়ার দিকে মনোযোগী।
বলেন, ‘আমি এখনও বলছি, যেকোনো জায়গার জন্য রেডি আছি। টিমের যে ডিম্যান্ড যেটা করবে, আমাকে যদি মনে করে আমাকে ওয়ান ডাউন করাবে, যদি মনে করে মিডল অর্ডারে খেলাবে এবং আমাকে যদি মনে করে স্লগে খেলাবে; আমি যেকোনো জায়গায় খেলার জন্য তৈরি।’