প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৩ পিএম
চোট সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ছিলেন শ্রেয়াস আইয়ার। খেলেছেন এশিয়া কাপের গ্রুপপর্বের দুটি ম্যাচ। তবে সেখানে ফের চোট অনুভব কারায় তাকে নিয়ে ঝুঁকি নেইনি ভারত। পরের দুই ম্যাচে সুযোগ করে দেওয়া হয় লোকেশ রাহুলকে। যেখানে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন রাহুল। সুপার ফোরে টানা দুই ম্যাচ জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে পা রাখে রোহিত শর্মার দল। নিয়ম রক্ষার শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত হওয়ায় ভারত দল বাজিয়ে দেখতে পারে তাদের বেঞ্চ শক্তি। ফিরতে পারেন শ্রেয়াসও।
বাংলাদেশ ম্যাচ সামনে রেখে অনুশীলনে যোগ দিয়েছেন শ্রেয়াস। তিনি কতোটা সুস্থ এই ম্যাচে প্রমাণ দিতে হতে পারে তাকে। এছাড়াও দলে সুযোগ পেতে পারেন বেঞ্চে বসে থাকা ক্রিকেটাররা। বিশ্বকাপ ও টানা ম্যাচের দখল কাটিয়ে উঠতে শেষ ম্যাচে বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহর মতো ক্রিকেটাররা।
বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট শ্রেয়াসকে চাই ভারত। মিডল ওভারে স্পিনের বিপক্ষে দারুণ কার্যকর তিনি। বিশ্বকাপেও বড় ভূমিকা রাখতে পারেন তিনি। তাই বাংলাদেশ ম্যাচ দিয়ে ফের দলে ফিরতে পারেন তিনি।
এর আগে অবশ্য দীর্ঘদিন পর চোট কাটিয়ে এশিয়া কাপের দলে ভারতের বিপক্ষে নামলেও সুবিধা করতে পারেননি শ্রেয়াস। মাত্র ১৪ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল তাকে। পরের ম্যাচে সুযোগ পেলেও ব্যাট হাতে নামতে হয়নি তার। নেপালের দেওয়া সহজ লক্ষ্য দুই ওপেনারে ভর করেই টপকে যায় ভারত।