প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৫ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৬ পিএম
এশিয়া কাপের পর বাংলাদেশ দলের সামনে ফর্মে ফেরার সুযোগ নিউজিল্যান্ড সিরিজ। বিশ্বকাপের আগমুহূর্তে সিরিজটি হবে বিধায় বিশ্রামে থাকবেন বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। তাদের অনুপস্থিতিতে দলে জায়গা মিলতে পারে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের।
আরও পড়ুন : বেন কীর্তির ম্যাচে কিউইদের ১৮১ রানের হার
দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকা এই দুই ক্রিকেটার নিউজিল্যান্ড সিরিজের আগেই মাঠে ফিরবেন। চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্স দলের হয়ে এশিয়ান গেমস স্কোয়াডের বিপক্ষে ম্যাচ খেলবেন তারা।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার ওয়ানডে ম্যাচ। এখানে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুই দলের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তামিম ইকবাল।
চলতি বছরের মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন রিয়াদ। পরে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছিলেন। এরপর থেকেই দূরে ছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন রিয়াদ।
অন্যদিকে চোটের কারণে এশিয়া কাপ মিস করা তামিম শেষ করেছেন নিজেদের পুনর্বাসন প্রক্রিয়া। কয়েকদিন ধরে মিরপুরে চলছিল তার ব্যাটিং অনুশীলন।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে নিজেকে প্রস্তুত করে নিতে খেলবেন বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান গেমস স্কোয়াডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে।
দুই ক্রিকেটারের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরতে পারেন তারা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ডের। মিরপুরে আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এই সিরিজ শেষে ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। মূল আসর শুরুর আগে খেলবে দুইটি প্রস্তুতি ম্যাচ।