প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৬ পিএম
প্রায় এক যুগ পর পিএসজির মায়া কাটিয়ে কাতারের ক্লাব আল-আরাবিতে নাম লিখিয়েছেন মার্কো ভেরাত্তি। বছরে চার কোটি ৫০ লাখ উইরো পারিশ্রমিক পাওয়ার কথা তার। তবে এই ক্লাবটিতে ঠিক কত বছর থাকবেন ইতালিয়ান মিডফিল্ডার সেটা অবশ্য জানা যায়নি। নতুন যাত্রায় ভেরাত্তি অবশ্য তার সাবেক পিএসজি সতীর্থ মেসির থেকে শুভকামনা পেয়েছেন।
বার্সা ছেড়ে পিএসজিতে আসার পর যে কজনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল মেসির। তাদের মধ্যে ভেরাত্তি অন্যতম। কদিন আগেই মেসি ছেড়েছেন পিএসজি। এরপর নেইমার। আর এখন ভেরাত্তিও ছাড়লেন ক্লাব। তার নতুন পথে শুভকামনা জানিয়ে মেসি লেখেন, ‘নতুন যাত্রায় তোমার সৌভাগ্য কামনা করছি। আমি যে সব সময় তোমার শুভকামনা করি, সেটা তুমি এরই মধ্যে জানো।’
পিএসজির হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ৯টি লিগ জয়ের পাশাপাশি একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছেন ভেরাত্তি। তার সঙ্গে পিএসজির চুক্তিটাও ছিল দীর্ঘ মেয়াদি। তবে নতুন করে ক্লাবটির দায়িত্বে বসেই ভেরাত্তিকে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দেন লুইস এনরিকে। ভেরাত্তিও খুঁজে নেই তার নতুন ঠিকানা।
মধ্যমাঠের কাণ্ডারির বিদায়ে ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি বলেন, ‘ভেরাত্তি আমাদের দারুণ ইতিহাসে বড় ভূমিকা পালন করেছে।।’ ভেরাত্তি নিজেও কিছুটা আবেগি তার সিদ্ধান্তে। বলেন, ‘প্যারিস, এই ক্লাব এবং সমর্থকেরা সব সময়ই আমাদের হৃদয়ে বিশেষ জায়গায় থাকবে। আমি সব সময়ই একজন প্যারিসিয়ান।’
মেসির মতো ভেরাত্তিকে শুভকামান জানিয়েছে ক্লাবটির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘একদমই ব্যতিক্রমধর্মী খেলোয়াড় ও মানুষ। এতগুলো বছর তোমার সঙ্গে খেলতে পারাটা ছিল ভীষণ আনন্দের। তুমি এখানে যা দিয়ে গেছ, তা কেউ কখনো ভুলবে না। আমার দেখা অন্যতম সেরা খেলোয়াড়। ধন্যবাদ বন্ধু, তোমাকে অনেক মিস করব।’