প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩০ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৪ এএম
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লেখানোর বহু বছর আগে থেকেই নিয়মিত এ শহরটিতে বেড়াতে আসতেন লিওনেল মেসি। শহরটিতে মেসির একটি বাড়িও আছে। ইন্টার মিয়ামিতে নাম লেখানোর পর সপরিবার সেই বাড়িতেই উঠেছিলেন মেসি।
তবে সমস্যা হলো, এ বাড়ি থেকে ইন্টার মিয়ামির মাঠ ডিআরভি পিএনকে
স্টেডিয়ামে আসতে ২৫ মিনিট লেগে যায় মেসির। তা ছাড়া রাস্তাটা ব্যস্ত হওয়ায় প্রায়ই
দীর্ঘক্ষণ বসে থাকতে হয় যানজটে। এ অবস্থায় নতুন করে ১১৮ কোটি টাকা খরচে ফ্লোরিডার
ফোর্ট লডারডেলে নতুন বাড়ি কিনেছেন মেসি।
মার্কিন সাময়িকী ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট’-এর তথ্যমতে, নতুন এ বাড়িটির
আয়তন ১০ হাজার ৫০ বর্গফুট। বাড়িটিতে রয়েছে ১০টি শয়নকক্ষ, নয়টি বাথরুম, খোলামেলা রান্নাঘর,
একটি সুইমিংপুল ও তিনটি গাড়ি রাখার গ্যারেজ। বাড়ির চারপাশে ছড়িয়ে থাকা লেক বাড়িটির
সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
এ বাড়ি থেকে মিয়ামির মাঠে আসতে মেসির লাগবে মাত্র ১৫ মিনিট।
বাড়িটি অভিজাত এলাকায় হওয়ায় বসে থাকতে হবে না যানজটের মধ্যেও। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক
ফুটবলের ছুটি শেষে সপরিবার নতুন এ বাড়িটিতেই উঠবেন আর্জেন্টাইন মহাতারকা।