× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই রোনালদো, এগিয়ে মেসি-হালান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৯ এএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৫ এএম

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই রোনালদো, এগিয়ে মেসি-হালান্ড

গত বছরটা ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। যার প্রভাব পড়েছে ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়। গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার। তবে এ তালিকায় থাকা বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও চ্যাম্পিয়নস লিগসহ মৌসুমে ট্রেবল শিরোপাজয়ী হালান্ড আছেন সবচেয়ে এগিয়ে।

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ কাল রাতে ব্যালন ডি’অর ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। গতবারের ব্যালন ডি’অরজয়ী করিম বেনজেমার নাম এ তালিকায় থাকলেও ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা খুবই কম তার।

আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোয় তালিকায় নিশ্চিতভাবেই ওপরের দিকে রয়েছেন মেসি। আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব জার্সিতে অবশ্য সময়টা তার কেটেছে মিশ্র। তার দল পিএসজি ছিটকে যায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে। এখানটায় অবশ্য মেসির চেয়ে অনেকটাই এগিয়ে থাকবেন গত মৌসুমটা স্বপ্নের মতো পার করা ম্যানচেস্টার সিটির তরুণ হালাল্ড। সিটির হয়ে ৫৩ ম্যাচে হালান্ড গোল করেছেন ৫২টি। সিটিকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ শিরোপা।

মেসি-হালান্ড ছাড়াও তালিকায় জায়গা হয়েছে ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপেদের। তবে রোনালদোর মতো তালিকায় জায়গা হয়নি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।

অন্যদিকে মেয়েদের ফুটবলে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া স্প্যানিশ তারকা এইতানা বোনমাতি এবার পুরস্কারটি জয়ে ফেবারিট। স্পেনের হয়ে নারী বিশ্বকাপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। অবশ্য তালিকায় জায়গা হয়নি সর্বশেষ টানা দুবারের ব্যালন ডি’অরজয়ী অ্যালেক্সিস পুতেয়াসের। চোটে মৌসুমের একটা লম্বা সময় ফুটবল থেক দূরে ছিলেন তিনি। ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অরজয়ীর নাম ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা