প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৮ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম
সম্ভাবনা এখন শঙ্কায় রূপ নিয়েছে। হারলেই বাদ পড়তে হবে এমন সমীকরণের ম্যাচে টস ভাগ্যও সহায় হয়নি আফগানিস্তানের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।
বাঁচা-মরার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে দুদল। বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। সুপার ফোরের ওঠার লক্ষ্যে আফগানদের সমীকরণ জটিল, প্রথমে শ্রীলঙ্কা ব্যাট করে যা সংগ্রহ করবে তা অন্তত পনের ওভার থাকতে অর্থাৎ ৩৫ ওভার বা তার আগেই পেরোতে হবে আফগানদের।
সেক্ষেত্রে ২ পয়েন্ট সংগ্রহ করা শ্রীলঙ্কাকে পেছনে ফেলতে পারবে আফগানিস্তান। রবিবার বাংলাদেশ বড় ব্যবধানে জয় পাওয়ায় গ্রুপের অন্য দুই দলের শঙ্কা, বাদ পড়তে হবে দুই দলের যে কাউকে! রান রেটের জটিল প্রশ্নের উত্তর মেলাতে পারলে বাংলাদেশের সঙ্গী হবে আফগানিস্তান, সেটা না হলে শ্রীলঙ্কা।