প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৪ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৫ পিএম
ইনজুরিতে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। আর তাতেই এশিয়া কাপ শেষ তার। হ্যামস্ট্রিং ইনজুরিতে এই টুর্নামেন্ট শেষ হয়ে গেল তার। লাহোর থেকে বিসিবির টিম অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, শান্ত দেশে ফিরে যাচ্ছেন। ৬ সেপ্টেম্বর দেশে ফেরার ফ্লাইট ধরবেন তিনি।
এশিয়া কাপের সুপারফোরের প্রথম ম্যাচ ৬ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
জাতীয় দলের ফিজিও বায়জিদুল ইসলাম বলেন, হ্যামস্ট্রিংয়ে সমস্যার জন্য ফিল্ডিংয়ের সময় শান্ত ব্যথা অনুভবের কথা জানান। এমআরআই করানোর পর তার মাসল টিয়ারে ধরা পড়ে। যার ফলে শান্ত আর টুর্নামেন্টের অংশ থাকছে না। দেশে ফিরে দ্রুত রিহ্যাব শুরু ও বিশ্বকাপের প্রস্তুতি নেবেন।
আরও পড়ুন : রাহুলকে নিয়েই ভারতের বিশ্বকাপ দল ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি এশিয়া কাপে দলের বিপর্যয়ের সময় ৮৯ রানের লড়াকু ইনিংস খেলেন। আফগানিস্তানের বিপক্ষে পান সেঞ্চুরি, খেলেন ১০৪ রানের ঝলমলে ইনিংস। এবারের এশিয়া কাপে শান্ত দুই ম্যাচে ৯৬.৫০ গড়ে ১৯৩ রান করেছেন। এখন পর্যন্ত টাইগার ব্যাটার আসরের সর্বাধিক রান সংগ্রাহক।