প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৯ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৪ পিএম
আইপিএল খেলতে গিয়ে চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন কেন উইলিয়ামসন। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় করাতে হয়েছে অস্ত্রোপচারও। সেই চোট কাটিয়ে বিশ্বকাপ দিয়ে আবারও মাঠে ফিরছেন কিউই অধিনায়ক।
বিশ্বকাপের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে উইলিয়ামসন যে বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন সেটি নিশ্চিত করেছে কিউইদের বোর্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনজেডসি জানিয়েছে, 'আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন উইলিয়ামসন। সেটার যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে (বিশ্বকাপে) তাকে পাওয়া যাবে।'
ধারণা করা হচ্ছিল, ওয়ানডে বিশ্বকাপে কিউইরা তাকে পাবে না। এরপর থেকেই রিহ্যাবে ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডের অবস্থান করছে নিউজিল্যান্ড দল। ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে আছেন উইলিয়ামসন। ১৬১ ওয়ানডে ম্যাচ খেলে ১৩টি সেঞ্চুরিসহ ৪৭.৮৩ গড়ে উইলিয়ামসন করেছেন ৬,৫৫৪ রান।