× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গিলের ব্যাটে ত্রুটি দেখেন গম্ভীর-ইরফান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৭ পিএম

গিলের ব্যাটে ত্রুটি দেখেন গম্ভীর-ইরফান

এশিয়া কাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মোটা দাড়ে ব্যর্থ হয়েছে ভারতের টপ অর্ডার। দলীয় ৪৮ রানে তিন ব্যাটারকে হারিয়ে যখন ধুঁকছে ভারত; তখন ঈশানকে যোগ্য সঙ্গ দিতে পারেননি উইকেটে থাকা শুভমান গিল। উল্টো হারিস রউফের বলে স্ট্যাম্প ভেঙে দলীয় ৬৬ রানে সাজঘরের পথ ধরতে হয় তাকে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩২ বলে ১০ রান। প্রশ্ন উঠেছে তার আউট হওয়ার ধরণ নিয়ে। এই অবস্থায় গিলের ব্যাটে ত্রুটি খুঁজে পেয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও ইরফান পাঠান। 

গত বছর ভারতের হয়ে অসাধারণ সময় কাটিয়ে স্কোয়াডে জায়গা চূড়ান্ত করে ফেলেছেন গিল। তবে সম্প্রতি ২২ গজে সময়টা ভালো কাটছে না ২৩ বছর বয়সী এই ওপেনারের। এই অবস্থায় গিলের ব্যাটে ত্রুটি খুঁজে পেয়েছেন সাবেক ভারতীয় ওপেনার গম্ভীর। ব্যাট ও প্যাডের মাঝখানে বড় ব্যবধান লক্ষ্য করেছেন তিনি।

তার মতে, ‘এটি একটি প্রযুক্তিগত ত্রুটি। তবে সে তার স্বাভাবিক খেলা থেকে ভিন্নভাবে খেলার চেষ্টা করেছিল কারণ অন্য প্রান্ত থেকে প্রচুর উইকেট পড়েছিল। রোহিত শর্মার পর বিরাট কোহলি এবং পরে, শ্রেয়াস আইয়ারও আউট হয়েছেন। সে জুটি গড়ে তোলার চেষ্টা করছিলো। তার আউটের বলটি ভালো ছিল। তবে ব্যাট এবং প্যাডের মধ্যে এত বড় ব্যবধান রেখে খেললে একজন গুণী বোলার আপনার উইকেট তুলবেই। এটা নিয়ে কাজ করা গিলের জন্য অত্যন্ত জরুরী।’

ইরফান পাঠান অবশ্য গিলের মাথার পজিশনেও সমস্যা খুঁজে পেয়েছেন। তার মতে, ‘আপনাকে হয় আপনার পা দিয়ে বা আপনার মাথার অবস্থানের মাধ্যমে নিজেকে ঠিক রাখতে হবে। সে যখন ভালো খেলছিল এবং ডেলিভারি ছাড়ছিল তখনও এই জিনিসগুলির কোনওটিই চোখে পড়েনি আমার‌। সুতরাং এটি নিয়ে সে কাজ করতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা