× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেকের অপেক্ষায় দুই তরুণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ০০:৩৪ এএম

অভিষেকের অপেক্ষায় দুই তরুণ

একরকম নিশ্চিত যে বাংলাদেশের নতুন এক ওপেনিং জুটিকে দেখা যাবে শ্রীলঙ্কার বিপক্ষে। ইনিংসের গোড়াপত্তনের দায়িত্ব উঠবে নাঈম শেখ ও তানজিদ হাসান তামিমের কাঁধে। এশিয়া কাপের মতো বড় মঞ্চে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হবে তানজিদের পথচলা।

আরও পড়ুন : উইকেটরক্ষক বলেই দলে বিজয়

টুর্নামেন্টে প্রথমবার মাঠে নামার এক দিন আগে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানান, এই ম্যাচে একাধিক অভিষেক হবে। সেই তালিকায় আছে তানজিদের নাম। এ ছাড়া অভিষেকের রঙিন ক্যাপ উঠতে পারে শামীম পাটোয়ারীর মাথায়। ব্যাটিং অর্ডারের সাত নম্বরের বিবেচনায় থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় তার নাম। আগামীকালের ম্যাচে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ফরম্যাটে প্রথমবার মাঠে নামার সুযোগ হতে পারে শামীমের।

মঙ্গলবার ক্যান্ডিতে বাংলাদেশ দলের অনুশীলন শেষে একাধিক ক্রিকেটারের অভিষেকের ইঙ্গিত দিয়ে হেরাথ বলেন, ‘বিশেষ করে তানজিদের কথা বলতে চাই। ইমার্জিং দলে সে বেশ ভালো ক্রিকেট খেলেছে। আমি নিশ্চিত কয়েকজনের অভিষেক হতে যাচ্ছে। তারা সুযোগের অপেক্ষায় আছে, আশা করি সেটা তারা দুই হাতে লুফে নেবে।’ 

সবকিছু নিয়ে আশাবাদী বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

১৫ দিনেরও কম সময়ের ব্যবধানে শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের খেলা দেখে হেরাথের মনে হয়েছে স্পিনারদের দাপট কিছুটা হলেও থাকবে। বলেন, ‘আমার মনে হয় পাল্লেকেলের উইকেট ব্যাটিং বোলিংয়ের জন্য ফিফটি ফিফটি। আশা করি দুই দলই সেরা ক্রিকেটটা খেলবে। এলপিএলের সময় দেখেছি স্পিনাররা ভালো করেছে।’ এই ম্যাচে বৃষ্টিও হতে পারে ম্যাচের অন্যতম প্রভাবক। হেরাথ বলেন, ‘ম্যাচে বৃষ্টি বাধা হতেও পারে। ম্যাচে যে পরিস্থিতি আসুক আমরা প্রস্তুত। সব চ্যালেঞ্জ উতরে যেতে প্রস্তুত বাংলাদেশ। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এখন মাঠে নামার অপেক্ষা। যে ধরনের চ্যালেঞ্জই আসুক না কেন সেটা নিতে প্রস্তুত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা