× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে সাকিবদের নিরাপত্তা দেবে সেনাবাহিনী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২০:১১ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ২১:০৭ পিএম

পাকিস্তানে সাকিবদের নিরাপত্তা দেবে সেনাবাহিনী

বহু কাঠখড় পুড়িয়ে আসন্ন এশিয়া কাপের আয়োজক হচ্ছে পাকিস্তান। ভারতের নিরাপত্তা শঙ্কায় যদিও এককভাবে এই আসর আয়োজন করতে পারছে না দেশটি। বাধ্য হয়ে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কাতে আসরের সিংহভাগ ম্যাচ আয়োজন করতে হচ্ছে দেশটির। এই অবস্থায় ভারত দেশটিতে না গেলেও বাকিদের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখছে না পিসিবি। এরই মধ্যে বাংলাদেশসহ বাকি দলগুলোর নিরাপত্তায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

২০০৯ সালে দেশটিতে ভয়াবহ জঙ্গি হামলার পর দীর্ঘদিন দেশটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। সেই অবস্থা অবশ্য বদলেছে অনেক আগেই। এশিয়া কাপের পর ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে যাচ্ছে দেশটি। যার ভবিষ্যৎ নির্ভর করবে এশিয়া কাপের সফলতার ওপর। এই অবস্থায় এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা ইস্যুতে কোনো ছাড় দিতে চায় না পিসিবি।

পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানাচ্ছে, দেশটির তত্ত্বাবধায়ক সরকার এশিয়া কাপের জন্য সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে। এ সময় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তায় কাজ করবে পাঞ্জাব রেঞ্জার্স। অর্থাৎ সাকিব আল হাসানের দলের নিরাপত্তায় নিয়োজিত থাকবে দেশটির সেনাবাহিনী।

উল্লেখ্য, ৩০ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায়। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা