× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলে ঐতিহাসিক নিলাম

গোলরক্ষক আসিফকে ১৩ লাখ টাকায় দলে ভিড়িয়েছে কিংস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ২২:৪৪ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ২২:৫৩ পিএম

 গোলরক্ষক আসিফকে ১৩ লাখ টাকায় দলে ভিড়িয়েছে কিংস

বাফুফে এলিট একাডেমির ফুটবলারদের নিলামে তোলা হয়েছিল আজ। বাংলাদেশ ফুটবলে প্রথমবারের মতো খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছিল আজ। ঐতিহাসিক এই নিলামে সর্বোচ্চ দাম উঠেছে গোলরক্ষক মোহাম্মদ আসিফের। আবাহনী লিমিটেডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বসুন্ধরা কিংস ১৩.২৫ লাখ টাকায় দলে ভিড়িয়েছে তাকে। 

আরও পড়ুন - এশিয়া কাপের খেলা দেখতে পাকিস্তান যাবেন বিনি-শুক্লা

দ্বিতীয় সর্বোচ্চ ১০ লাখ টাকায় আজিজুল হক অনন্তকে দলে টেনেছে ব্রাদার্স ইউনিয়ন। তাকে নিয়েও লড়াইটা হাড্ডাহাড্ডিই হয়েছে। তবে তাকে নিয়ে লড়াইটা সুখকর কিছু ছিল না। নিলাম হয়েছে দুবার। প্রথমবার ব্রাদার্স তাকে ভিত্তিমূল্য ৫ লাখ টাকাতেই দলে টেনে নিয়েছিল। তবে এরপরই মোহামেডান জানায়, বোর্ড তোলা হয়েছিল তাদের টেবিল থেকেও।

পরে ভিডিও দেখে সিদ্ধান্ত যায় ব্রাদার্সের পক্ষে। প্রতিবাদে মোহামেডান নিলাম ছেড়েই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরে বাফুফের হস্তক্ষেপে তারা ফেরে নিলামে। শেষদিকে আরও একবার নিলামে তোলা হয় অনন্তের নামটি। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ব্রাদার্স হাসে শেষ হাসি। 

এলিট একাডেমির ১০ ফুটবলারের সবাই নিলামে দল পেয়েছেন। প্রথমবার রাইটব্যাক রুবেল দল পাননি। শেষদিকে তাকে আবারও নিলামে তোলা হলে তাকে ব্রাদার্স কিনে নেয় ৪ লাখ টাকায়।

এই নিলাম থেকে সবচেয়ে বেশি ফুটবলার নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ১০ জনের ৬ জনকেই দলে ভিড়িয়েছে এবার প্রিমিয়ার লিগে ফিরে আসা দলটি।

কে গেলেন কোন ক্লাবে

মো. আসিফ - গোলরক্ষক - ১৩ লাখ ২৫ হাজার টাকা - বসুন্ধরা কিংস

আজিজুল হক অনন্ত - সেন্টারব্যাক - ১০ লাখ টাকা - ব্রাদার্স ইউনিয়ন

চন্দন রায় - মিডফিল্ডার - ৯ লাখ টাকা - শেখ রাসেল ক্রীড়া চক্র

আসাদুল মোল্লা - ফরোয়ার্ড - ৭ লাখ ৭৫ হাজার টাকা - আবাহনী লিমিটেড

সাজেদ হাসান জুম্মন - ফরোয়ার্ড - ৭ লাখ ২৫ হাজার টাকা - ফর্টিস এফসি

মিরাজুল ইসলাম - ফরোয়ার্ড - ৬ লাখ ৫০ হাজার টাকা - ব্রাদার্স ইউনিয়ন

সুমন সরেন - ফরোয়ার্ড - ৪ লাখ টাকা - ব্রাদার্স ইউনিয়ন

সিরাজুল ইসলাম রানা - লেফটব্যাক - ৪ লাখ টাকা - ব্রাদার্স ইউনিয়ন

রুবেল শেখ - রাইটব্যাক - ৪ লাখ টাকা - ব্রাদার্স ইউনিয়ন

ইমরান খান - সেন্টারব্যাক - ৪ লাখ টাকা - ব্রাদার্স ইউনিয়ন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা